menu-iconlogo
logo

কি যাদু করিলা ম্যাশাপ ২০২২

logo
avatar
Shafiq Tuhinlogo
Altafkhan🥦_𝐑𝐄𝐃logo
Canta nell'App
Testi

HUSSAIN

কি যাদু করিলা পিড়িতি শিখাইলা

থাকিতে পারিনা ঘরেতে প্রাণ সজনী

থাকিতে পারিনা ঘরেতে

কি মন্ত্র পড়িলা ভাবেতে মজাইলা

থাকিতে পারিনা ঘরেতে প্রাণ সজনী

থাকিতে পারিনা ঘরেতে

কি যাদু করিলা পিড়িতি শিখাইলা

থাকিতে পারিনা ঘরেতে প্রাণ সজনী

থাকিতে পারিনা ঘরেতে

HUSSAIN

নয়নও জুড়াইলা পরানও কাড়িলা।

নয়নোও জুড়াইলা পরানও কাড়িলা।

মরমে বাজাইলা মধুরও বাঁশী

পড়ে গো ধলিয়া হাসিয়া হাসিয়া।

পড়ে গো ধলিয়া হাসিয়া হাসিয়া।

তোমারি মুখেতে পূর্ণ শশী

কি কথা কহিয়া পাগল বানাইলা

কিছুতে পারিনা সহিতে প্রাণ সজনী

কিছুতে পারিনা সহিতে

কি মন্ত্র পড়িলা ভাবেতে মজাইলা

থাকিতে পারিনা ঘরেতে প্রাণ সজনী

থাকিতে পারিনা ঘরেতে

HUSSAIN

আমারও লাগিয়া নিরালে বসিয়া।

আমারও লাগিয়া নিরালে বসিয়া।

তোমারে যতনে গড়িল বিধি

মরিব মরণে তোমারি বিহনে।

মরিব মরণে তোমারি বিহনে।

তোমারে জীবনে না পাই যদি

কি মালা গাঁথিলা আমারে পরাইলা

কিছুতে পারিনা খুলিতে প্রাণ সজনী

কিছুতে পারিনা খুলিতে।।

কি যাদু করিলা পিরিতি শিখাইলা

থাকতে পারিনা ঘরেতে প্রান সজনী

থাকতে পারিনা ঘরেতে

Thank You

কি যাদু করিলা ম্যাশাপ ২০২২ di Shafiq Tuhin - Testi e Cover