menu-iconlogo
huatong
huatong
avatar

জীবন এত সুখের হল

shahid shuvomitahuatong
nettiktohhuatong
Testi
Registrazioni
জীবন এত সুখের হল

আমার পাশে তুমি আছ তাই

এক জীবনে এর চেয়ে বেশি

আমার যে আর চাওয়ার কিছু নাই

তোমার আমার ভালবাসা শেষ হওয়ার নই

শুধু তোমায় কাছে চাই যে এহৃদয়

ওগো তোমায় নিয়ে আমি পাড়ি দিয়ে

যেতে চাই সুখেরই দেশে হারিয়ে

ওগো তোমায় নিয়ে আমি পাড়ি দিয়ে

যেতে চাই সুখেরই দেশে হারিয়ে

গানের শেষে অবশ্যই একটি লাইক

দিতে ভুলবেন না

হুম…. দিন গেল মাস গেল গেল বহু বছর

তবুও যেন শেষ হয়না ভালবাসার প্রহর

SSG

ও ও ও দিন গেল মাস গেল গেল বহু বছর

তবুও যেন শেষ হয়না ভালবাসার প্রহর

তুমি আমার বাড়ি আস পূর্ণিমা হয়ে

এই জীবন সাজিয়েছ তুমি পূর্ণতা দিয়ে

ওগো তোমায় নিয়ে আমি পাড়ি দিয়ে

যেতে চাই সুখেরই দেশে হারিয়ে

ওগো তোমায় নিয়ে আমি পাড়ি দিয়ে

যেতে চাই সুখেরই দেশে হারিয়ে

ও ও ও তুমি আমি ভালবেসে থাকব জীবনভর

মরণ যেন আমাদের করেনাতো পর

তুমি আমি ভালবেসে থাকব জীবনভর

মরন যেন আমাদের করেনাতো পর

তোমায় নিয়ে সারাজীবন কাটাতে চাই

তুমি ছাড়া এই আমার আপন কেহ নাই

ওগো তোমায় নিয়ে আমি পাড়ি দিয়ে

যেতে চাই সুখেরই দেশে হারিয়ে

ওগো তোমায় নিয়ে আমি পাড়ি দিয়ে

যেতে চাই সুখেরই দেশে হারিয়ে

ভাল থাকুন সাথে থাকুন ধন্যবাদ

সমাপ্ত

Altro da shahid shuvomita

Guarda Tuttologo

Potrebbe piacerti