menu-iconlogo
huatong
huatong
shakib-khan--cover-image

আমার জীবন নায়ে বন্ধু

Shakib khanhuatong
mireyarengerthuatong
Testi
Registrazioni
আমার জীবন নায়ে বন্ধু

তুমি প্রাণের মাঝি,

ও ও ও ও ও ও

আমার জীবন নায়ে বন্ধু

তুমি প্রাণের মাঝি,

যেই নদীতে লইয়া যাইবা

যাইতে আমি রাজি।

ইহকালের নদী বাইয়া পরকালের নদী,

সত্যি বন্ধু যাবো আমি

লইয়া যাওগো যদি.....ই ই

সত্যি বন্ধু যাবো আমি লইয়া যাওগো যদি।

দেহ মাঝে পরান আমার

আছে গো যেখানে,

অনেক যত্নে বন্ধু তোমায়

রেখেছি সেখানে।

দেহ মাঝে পরান আছে

জানিনা কোনখানে,

তুমি আমার পরান বন্ধু

এই কথাই মন জানে।

মনের কথা বলব তোমায়

বলব নিরবধি,

সত্যি বন্ধু যাবো আমি

লইয়া যাওগো যদি.....ই ই

সত্যি বন্ধু যাবো আমি

লইয়া যাওগো যদি।

দেখব শুধু দু'টি চোখে

তোমার ঐ মুখ খানি,

ঐ মুখ দেখলে স্বর্গ দেখা

হয়রে আমার জানি।

তোমার প্রেমে অন্ধ আমি

চোক্ষে নাইরে আলো,

মনের চোখে তোমায় দেখি

আরও অনেক ভালো।

বুকের ভেতর প্রেমের নদী

বইছে নিরবধি,

সত্যি বন্ধু যাবো আমি

লইয়া যাওগো যদি.....ই ই

সত্যি বন্ধু যাবো আমি

লইয়া যাওগো যদি।

আমার জীবন নায়ে বন্ধু

তুমি প্রাণের মাঝি,

ও ও ও ও ও ও

আমার জীবন নায়ে বন্ধু

তুমি প্রাণের মাঝি,

যেই নদীতে লইয়া যাইবা

যাইতে আমি রাজি।

ইহকালের নদী বাইয়া

পরকালের নদী,

সত্যি বন্ধু যাবো আমি

লইয়া যাওগো যদি.....ই ই

সত্যি বন্ধু যাবো আমি

লইয়া যাওগো যদি।

Altro da Shakib khan

Guarda Tuttologo

Potrebbe piacerti