তুমি মিষ্টি করে দুষ্ট বলো
শুনতে ভালো লাগে..
অামার এ মন ভরে যায়
মধুর অনুরাগে,মধুর অনুরাগে
তুমি মিষ্টি করে দুষ্ট বলো
শুনতে ভালো লাগে..
অামার এ মন ভরে যায়
মধুর অনুরাগে,মধুর অনুরাগে
তুমি মিষ্টি করে দুষ্ট বলো....
তুমি যখন অালতো করে..
অামায় ছুঁয়ে দাও
মনে হয় তুমি অামার
দুঃখ মুছে নাও
ও..তুমি যখন অালতো করে
অামায় ছুঁয়ে দাও
মনে হয় তুমি অামার
দুঃখ মুছে নাও
তোমার সাথে লক্ষ বছর
বাঁচার সাধ জাগে
অামার এ মন ভরে যায়
মধুর অনুরাগে,মধুর অনুরাগে
তুমি মিষ্টি করে দুষ্ট বলো...
তুমি যখন অামায় ছেড়ে
একটু দূরে যাও....
মনে হয় তুমি অামার
প্রাণটা সাথে নাও
ও..তুমি যখন অামায় ছেড়ে
একটু দূরে যাও..
মনে হয় তুমি অামার
প্রাণটা সাথে নাও
তুমি ছাড়া পৃথিবীতে
বড্ড একা লাগে
অামার এ মন ভরে যায়
মধুর অনুরাগে,মধুর অনুরাগে
তুমি মিষ্টি করে দুষ্ট বলো
শুনতে ভালো লাগে..
অামার এ মন ভরে যায়
মধুর অনুরাগে,মধুর অনুরাগে
তুমি মিষ্টি করে দুষ্ট বলো..