অচিন মাঝি, কোন সে পাড়ের বন্ধু
আমি তোমার মুখ চাইয়া থাকি
অচিন মাঝি, কোন সে পাড়ের বন্ধু
আমি তোমার মুখ চাইয়া থাকি
জলের ছলাৎ ছলাৎ তালে
নৌকা মেলেছে ডানা
মগডালে পরানপাখি
ডেকে যায় একটানা
চেয়ে থাকি চোখ মেলে
জলে জলে কোলাকুলি
আমার বাংলা মায়ের ছবি
বুকে তুলে রাখি তারে
মনে মনে কথা বলি
ভেঙে চলো ঢেউ পাড়ের ঠিকানা
গলা ছেড়ে গাও আলোর নিশানা
চলে চলে পথ জানি একদিন হবে ফিরে যাওয়া
ও, বয়ে বয়ে যায় নদী চিরকাল
এ মাটি ছেড়ে মন জানি বাঁচে না
রোজ কত মুখ চেয়ে দেখি গুনগুন বলে হাওয়া
আমার বাংলা মায়ের ছবি
বুকে তুলে রাখি তারে
মনে মনে কথা বলি
ভেঙে চলো ঢেউ পাড়ের ঠিকানা
গলা ছেড়ে গাও আলোর নিশানা
চলে চলে পথ জানি একদিন হবে ফিরে যাওয়া
ও, বয়ে বয়ে যায় নদী চিরকাল
এ মাটি ছেড়ে মন জানি বাঁচে না
রোজ কত মুখ চেয়ে দেখি গুনগুন বলে হাওয়া
অচিন মাঝি, কোন সে পাড়ের বন্ধু
আমি তোমার মুখ চাইয়া থাকি
জলের ছলাৎ ছলাৎ তালে
নৌকা মেলেছে ডানা
মগডালে পরানপাখি
ডেকে যায় একটানা
চেয়ে থাকি চোখ মেলে
জলে জলে কোলাকুলি
ভেঙে চলো ঢেউ পাড়ের ঠিকানা
গলা ছেড়ে গাও আলোর নিশানা
চলে চলে পথ জানি একদিন হবে ফিরে যাওয়া
ও, বয়ে বয়ে যায় নদী চিরকাল
এ মাটি ছেড়ে মন জানি বাঁচে না
রোজ কত মুখ চেয়ে দেখি গুনগুন বলে হাওয়া
অচিন মাঝি