menu-iconlogo
huatong
huatong
avatar

Amar Boro Vaier Shali

Sharif Uddinhuatong
stephlianehuatong
Testi
Registrazioni
আমার বড় ভাইয়ের শালী

ও তার নাম কি ছুরাইয়া

আরাই বছর মারলো রে ঘুরাইয়া

ও সে আরাই বছর মারলো রে ঘুরাইয়া

ঠেকা লাগছে

এমন রুপেরই ঝলক

এমন রুপেরই ঝলক চোখে পরেনা পলক

কথা শুনলে পরান যায় জুড়াইয়া

ও তার কথা হুনলে পরান যায় জুড়াইয়া

ইশ ঢং কত

গান করার সময় মিউজিক ফলো করুন

পরবর্তীতে আরো নতুন পুরাতন গান পেতে

আমাকে ফলো দিয়ে সাথেই থাকুন

আমার দিকে চেয়ে বেয়াইন মুচকি মুচকি হাসে

কথার ফাকে ফাকে আবার একটু একটু কাসে

আমরাই তো

আমার দিকে চেয়ে বেয়াইন মুচকি মুচকি হাসে

কথার ফাকে ফাকে আবার একটু একটু কাসে

কাশতে কাশতে বিয়াইনের সুন্দর দুটি গাল

আস্তে আস্তে হয়ে যায় ডালিমের মতো লাল

ও সে পায়ে ব্যথা পাইলে

উহ

ও সে পায়ে ব্যথা পাইলে

হাটে খুরাইয়া খুরাইয়া

আমায় আরাই বছর মারলো রে ঘুরাইয়া

আমায় আরাই বছর মারলো রে ঘুরাইয়া

গান করার সময় ভলিউম ৫০ রাখুন

গাছ লাগান পরিবেশ বাঁচান

ধূমপান মৃত্যুর কারণ

নিজে সচেতন হন অন্যকেও সচেতন করুন

সেলোয়ার থুইয়া পিন্দে মাঝে মাঝে শাড়ি

আমরাই তো

মেয়ে তো নয় মনে হয় নতুন একটা হাড়ি

দুষ্টু

সেলোয়ার থুইয়া পিন্দে মাঝে মাঝে শাড়ি

মেয়ে তো নয় মনে হয় নতুন একটা হাড়ি

হাড়ির মধ্যে ভরা আছে খাঁটি মধু

মধুর লোভে গুর গুর করে ভ্রমর শুধু

আমার আশায় আশায় গেলো

কি গেলো

আমার আশায় আশায় গেলো

কতো রসে দিন ফুরাইয়া

আড়াই বছর মারলো রে ঘুরাইয়া

আমায় আড়াই বছর মারলো রে ঘুরাইয়া

আসুন সবাই মিলে মিশে গান করি

স্মুলের পরিবেশ সুন্দর রেখে গান করি

গান টা ইনভাইট করলে ইনবক্সে দিবেন

ছুরাইয়ার সাথে যদি একই রিক্সায় উঠি

সবাই বলে দেখতে যেন রিয়াজ শাবনূর জুটি

ইস আমার নায়ক রে

সুরাইয়ার সাথে যদি একই রিক্সায় উঠি

সবাই বলে দেখতে যেন রিয়াজ শাবনূর জুটি

শাবনুর যখন রিয়াজের হাতে রেখে হাত

রঙ্গ রসের গল্প করে কাটিয়ে দেয় রাত

আমার ভিতরটা তখন

কি

আমার ভিতরটা তখন কান্দে ডুকাইয়া ডুকাইয়া

আড়াই বছর মারলো রে ঘুরাইয়া

আমায় আড়াই বছর মারলো রে ঘুরাইয়া

আমার বড় ভাইয়ের শালী

আহা

আমার বড় ভাইয়ের শালী

ও তার নাম কি ছুরাইয়া

আমায় আড়াই বছর মারলো রে ঘুরাইয়া

আমায় আড়াই বছর মারলো রে ঘুরাইয়া

এমন রুপেরই ঝলক

নজর লাগবো

এমন রুপেরই ঝলক চোখে পরেনা পলক

কথা শুনলে পরান যায় জুরাইয়া

ও তার কথা শুনলে পরান যায় জুরাইয়া

ও তার কথা শুনলে পরান যায় জুরাইয়া

ও তার কথা শুনলে পরান যায় জুরাইয়া

দেখা হবে নতুন কোন গানে

Altro da Sharif Uddin

Guarda Tuttologo

Potrebbe piacerti

Amar Boro Vaier Shali di Sharif Uddin - Testi e Cover