menu-iconlogo
huatong
huatong
shawon-gaanwala-tai-tomar-golpe-cover-image

Tai Tomar Golpe

Shawon Gaanwalahuatong
rossmor8huatong
Testi
Registrazioni
তোমার গল্পে বেঁচে থাকার ইচ্ছে রোজ

তোমার গল্প হবো বলে নিচ্ছি তোমার খোঁজ

তোমার গল্পে বেঁচে থাকার ইচ্ছে রোজ

তোমার গল্প হবো বলে নিচ্ছি তোমার খোঁজ

সত্যি ভেবে সাহসগুলো নিচ্ছি গুছিয়ে

তবু কেন মন বলে যায় আমি পিছিয়ে?

তোমার হতে, তোমার থেকে

বহুদূরে, অজানা ঘোরে

তোমার হতে, তোমার থেকে

বহুদূরে, অজানা ঘোরে

অনুভবের ইচ্ছে নিয়ে তাকাই ওই চোখে

ঘুমে ডুবে যাই, খুঁজে না পাই আমি আমাকে

অনুভবের ইচ্ছে নিয়ে তাকাই ওই চোখে

ঘুমে ডুবে যাই, খুঁজে না পাই আমি আমাকে

তাই তোমার গল্পের একটা কোণে ঠাঁই

সত্যি বলছি, মাতাল চোখে আমি আমার নাই

তাই তোমার গল্পের একটা কোণে ঠাঁই

সত্যি বলছি, মাতাল চোখে আমি আমার নাই

সত্যি ভেবে সাহসগুলো নিচ্ছি গুছিয়ে

তবু কেন মন বলে যায় আমি পিছিয়ে?

তোমার হতে, তোমার থেকে

বহুদূরে, অজানা ঘোরে

তোমার হতে, তোমার থেকে

বহুদূরে, অজানা ঘোরে

Altro da Shawon Gaanwala

Guarda Tuttologo

Potrebbe piacerti