menu-iconlogo
huatong
huatong
avatar

Fagun Haway Haway

Shayan Chowdhury Arnobhuatong
sink_starhuatong
Testi
Registrazioni
ফাগুন, হাওয়ায় হাওয়ায়

করেছি যে দান

তোমার হাওয়ায় হাওয়ায়

করেছি যে দান

আমার আপনহারা প্রাণ

আমার বাঁধন ছেড়া প্রাণ॥

তোমার হাওয়ায় হাওয়ায়

করেছি যে দান

ফাগুন, হাওয়ায় হাওয়ায়

করেছি যে দান

তোমার অশোকে কিংশুকে

অলক্ষ্য রঙ লাগল আমার

অকারণের সুখে,

তোমার অশোকে কিংশুকে

অলক্ষ্য রঙ লাগল আমার

অকারণের সুখে,

তোমার ঝাউয়ের দোলে

মর্মরিয়া ওঠে আমার

দুঃখরাতের গান॥

তোমার ঝাউয়ের দোলে

মর্মরিয়া ওঠে আমার

দুঃখরাতের গান

তোমার হাওয়ায় হাওয়ায়

করেছি যে দান

ফাগুন, হাওয়ায় হাওয়ায়

করেছি যে দান

পূর্ণিমাসন্ধ্যায়

তোমার রজনীগন্ধায়

রূপসাগরের পারের পানে

উদাসী মন ধায়।

পূর্ণিমাসন্ধ্যায়

তোমার রজনীগন্ধায়

রূপসাগরের পারের পানে

উদাসী মন ধায়।

তোমার প্রজাপতির পাখা

আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের

রঙিন স্বপন মাখা।

তোমার প্রজাপতির পাখা

আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের

রঙিন স্বপন মাখা।

তোমার চাঁদের আলোয়

মিলায় আমার দুঃখসুখের

সকল অবসান॥

তোমার চাঁদের আলোয়

মিলায় আমার দুঃখসুখের

সকল অবসান

তোমার হাওয়ায় হাওয়ায়

করেছি যে দান

ফাগুন, হাওয়ায় হাওয়ায়

করেছি যে দান

আমার আপনহারা প্রাণ

আমার বাঁধন ছেড়া প্রাণ॥

তোমার হাওয়ায় হাওয়ায়

করেছি যে দান

ফাগুন, হাওয়ায় হাওয়ায়

করেছি যে দান

Altro da Shayan Chowdhury Arnob

Guarda Tuttologo

Potrebbe piacerti