আমার চোখের আড়ালে আছো
তবু আছো তুমি মনের মাঝে,
আমায় রেখে দূরে চলে যাও
তবু স্মৃতি গুলো চোখে ভাসে।
এ হৃদয় ভালোবাসে তোমায়
এ হৃদয় ভালোবাসে তোমায়,
এ হৃদয় ভালোবাসে তোমায়
এ হৃদয় ভালোবাসে তোমায়।।
জানে না হৃদয় কখন কী হয়
তোমার মাঝে কীভাবে হারায়,
সুখের ভেলা ভেসে চলে যায়
কিনারায় শুধু তোমাকেই চায়।
এ হৃদয় ভালোবাসে তোমায়
এ হৃদয় ভালোবাসে তোমায়,
এ হৃদয় ভালোবাসে তোমায়
এ হৃদয় ভালোবাসে তোমায়।।
অনেক মায়া কালো ছায়া
এই প্রেম এই ভালোবাসায়,
শেষটা যেন মোর তোমাতেই হয়
নিঃস্ব আমি এই ভরসায়।
এ হৃদয় ভালোবাসে তোমায়
এ হৃদয় ভালোবাসে তোমায়,
এ হৃদয় ভালোবাসে তোমায়
এ হৃদয় ভালোবাসে তোমায়..