menu-iconlogo
huatong
huatong
avatar

Dari Koma | দাঁড়ি কমা

Shiekh Sadihuatong
rxjhawkhuatong
Testi
Registrazioni
আমায় নিয়ে হাজার অভিযোগ

তোমার মনে জমা,

তোমায় ভালোবাসার জন্য

নেই কোনো দাঁড়ি কমা।

আমায় নিয়ে হাজার অভিযোগ

তোমার মনে জমা,

তোমায় ভালোবাসার জন্য

নেই কোনো দাঁড়ি কমা।

তোমার ভালো লাগায় আমি অপ্রিয়

আমি তোমায় ভালবাসি তবুও,

তোমার ভালো লাগায় আমি অপ্রিয়

আমি তোমায় ভালোবাসি তবুও।

কত সময় বয়ে গেলো, ঘড়ির কাঁটা ধরে

অপেক্ষা বাড়ছে শুধু, হাজার মুখের ভিড়ে।

বাধা নেই ভুলে যেতে পারো আমায়

আমি না থাকায়, কি বা আসে যায়,

তোমার ভালো লাগায় আমি অপ্রিয়

আমি তোমায় ভালোবাসি তবুও।

তোমার ভালো লাগায় আমি অপ্রিয়

আমি তোমায় ভালোবাসি তবুও।

জানি সবি ভুলে যাবে,আমিও হবো পুরনো

ধূলো জমা তোমার স্মৃতি

যত্নে রাখি এখনো।

বাধা নেই ভুলে যেতে পারো আমায়

আমি না থাকায়, কি বা আসে যায়,

তোমার ভালো লাগায় আমি অপ্রিয়

আমি তোমায় ভালেবাসি তবুও।

তোমার ভালো লাগায় আমি অপ্রিয়

আমি তোমায় ভালোবাসি তবুও।

Altro da Shiekh Sadi

Guarda Tuttologo

Potrebbe piacerti