menu-iconlogo
huatong
huatong
avatar

Akashe aaj ronger khela

Shivadrita Bhattacharyyahuatong
Shivadrita03huatong
Testi
Registrazioni
আকাশে আজ রঙের খেলা

মনে মেঘের মেলা

হারালো সুর, হারালো গান

ফুরালো যে বেলা

আমার মনে মেঘের মেলা

আকাশে আজ রঙের খেলা

মনে মেঘের মেলা

অনেক ব্যথার অনেক ঝড়ে

মনের আকাশ শুধুই ভরে

অনেক ব্যথার অনেক ঝড়ে

মনের আকাশ শুধুই ভরে

আসে না দিন, বাজে না বীণ

নীরব অশ্রু খেলা

আমার মনে মেঘের মেলা

আকাশে আজ রঙের খেলা

মনে মেঘের মেলা

হৃদয়ে আজ বাউল বাতাস

উদাস হয়ে ফেরে

মেঘের আঁচল কেমন করে

স্বপ্নকে তার ঘেরে

চলার পথে চরণ থামে

অঝর ধারায় বাদল নামে (2)

কোথা সে দিন ছিল রঙিন

মিলন স্বর্গ খেলা

আমার মনে মেঘের মেলা

আকাশে আজ রঙের খেলা

মনে মেঘের মেলা

Altro da Shivadrita Bhattacharyya

Guarda Tuttologo

Potrebbe piacerti