menu-iconlogo
huatong
huatong
avatar

Kande Re Kande Konna - LoFi Mix

Shohag/Md. Ehsanul Habib Onikhuatong
motomom04huatong
Testi
Registrazioni
কান্দে রে, কান্দে কন্যা নদীর কিনারায়

কান্দে রে, কান্দে কন্যা নদীর কিনারায়

ও, তার চোখের জলে বুক ভাসিয়া নদীর জলে মিইশা যায়

কান্দে রে, কান্দে কন্যা নদীর কিনারায়

কান্দে রে, কান্দে কন্যা নদীর কিনারায়

এইখান দিয়া কত নাইয়া আসে আর যায়

বন্ধু তাহার আসে না রে, ভুলিতে না নাহি দেয়

এইখান দিয়া কত নাইয়া আসে আর যায়

বন্ধু তাহার আসে না রে, ভুলিতে না নাহি দেয়

বুকের তলে চিতা জ্বলে, রক্ত ঝরে কলিজায়

কান্দে রে, কান্দে কন্যা নদীর কিনারায়

পাহাড় ভাইঙ্গা ঝরনার পানি গাঙ্গেতে হারায়

গাঙ্গের পানি স্রোতের টানে সাগরেতে মিশায়

পাহাড় ভাইঙ্গা ঝরনার পানি গাঙ্গেতে হারায়

গাঙ্গের পানি স্রোতের টানে সাগরেতে মিশায়

চোখের জলে হইছে নদী, বাঁচার তো আর ইচ্ছা নাই

কান্দে রে, কান্দে কন্যা নদীর কিনারায়

কান্দে রে, কান্দে কন্যা নদীর কিনারায়

ও, তার চোখের জলে বুক ভাসিয়া নদীর জলে মিইশা যায়

কান্দে রে, কান্দে কন্যা নদীর কিনারায়

কান্দে রে, কান্দে কন্যা নদীর কিনারায়

কান্দে রে, কান্দে কন্যা নদীর কিনারায়

Altro da Shohag/Md. Ehsanul Habib Onik

Guarda Tuttologo

Potrebbe piacerti