কাইন্দো না গো আমার ময়না, থাইকো না রাগ কইরা
তোরই জন্য আনবো কিনে লাল শাড়ি আর গয়না
কাইন্দো না গো আমার ময়না, থাইকো না রাগ কইরা
তোরই জন্য আনবো কিনে লাল শাড়ি আর গয়না
নদীর ধারে বাড়ি রে তোর, সময় করে আসিস
সারাজীবন তুই যেন আমায় ভালোবাসিস
নদীর ধারে বাড়ি রে তোর, সময় করে আসিস
সারাজীবন তুই যেন আমায় ভালোবাসিস
কাইন্দো না গো আমার ময়না, থাইকো না রাগ কইরা
তোরই জন্য আনবো কিনে লাল শাড়ি আর গয়না
কাইন্দো না গো আমার ময়না, থাইকো না রাগ কইরা
তোরই জন্য আনবো কিনে লাল শাড়ি আর গয়না
কত কথা বলার ছিল, সময় তো পাইলাম না
এই সময়ে আমায় রে তুই একবারও ভাবলি না
কত কথা বলার ছিল, সময় তো পাইলাম না
এই সময়ে আমায় রে তুই একবারও ভাবলি না
কাইন্দো না গো আমার ময়না, থাইকো না রাগ কইরা
তোরই জন্য আনবো কিনে লাল শাড়ি আর গয়না
কাইন্দো না গো আমার ময়না, থাইকো না রাগ কইরা
তোরই জন্য আনবো কিনে লাল শাড়ি আর গয়না
কাইন্দো না গো আমার ময়না, থাইকো না রাগ কইরা
তোরই জন্য আনবো কিনে লাল শাড়ি আর গয়না
কাইন্দো না গো আমার ময়না, থাইকো না রাগ কইরা
তোরই জন্য আনবো কিনে লাল শাড়ি আর গয়না