menu-iconlogo
huatong
huatong
Testi
Registrazioni
লাল শাড়ি পরিয়া কন্যা

রক্ত আলতা পায়,

আমার চোখের জল মিশাইলা

নিলানা বিদায়,

তুমি ফিরাও চাইলা না একবার

চইলা গেলা হায়,

জানি আজ রাতে হইবা পরের

আর ভাইব না আমায়।

চান্দের মত মুখটি যখন

ভাসত নয়ন জলে,

আদর কইরা মুইছা দিতাম গালে।

ঘাটে আইসা পাশে বইসা

জড়াইতো এ বুকে,

ভুলব আমি এই কথা কেমনে?

তবে ভালো ক্যান বাসিলা

স্বপ্ন কেন দেখাইলা

ভালো ক্যান বাসিলা আমারে?

তবে ভালো ক্যান বাসিলা

স্বপ্ন কেন দেখাইলা

ভালো ক্যান বাসিলা আমারে?

লাল শাড়ি পরিয়া কন্যা

রক্ত আলতা পায়,

আমার চোখের জল মিশাইলা

নিলানা বিদায়,

তুমি ফিরাও চাইলা না একবার

চইলা গেলা হায়,

জানি আজ রাতে হইবা পরের

আর ভাইব না আমায়।

Potrebbe piacerti