menu-iconlogo
huatong
huatong
shovon-ar-raju-cover-image

Ar raju

Shovonhuatong
◦•●◉✿★🆂🅷🅾🆅🅾🅽⚜◉●•◦huatong
Testi
Registrazioni
Create by Shovon

তুমি কি দেখেছো কভু

জীবনের পরাজয়?

দুঃখের দহনে, করুন রোদনে

তিলে তিলে তার ক্ষয়,

জীবনের পরাজয়।

তুমি কি দেখেছ কভু

জীবনের পরাজয়?

দুঃখের দহনে করুন রোদনে

তিলে তিলে তার ক্ষয়,

তিলে তিলে তার ক্ষয়।

তুমি কি দেখেছো কভু?

আমি তো দেখেছি কত যে স্বপ্ন

মুকুলেই ঝরে যায়,

শুকনো পাতার মর্মরে বাজে

কত সুর বেদনায়।

আকাশে বাতাসে নিষ্ফল আশা

হাহাকার হয়ে রয় ..

দুঃখের দহনে করুন রোদনে

তিলে তিলে তার ক্ষয়,

তিলে তিলে তার ক্ষয়।

তুমি কি দেখেছ কভু

জীবনের পরাজয়?

দুঃখের দহনে করুন রোদনে

তিলে তিলে তার ক্ষয়,

তিলে তিলে তার ক্ষয়।

তুমি কি দেখেছো কভু?

প্রতিদিন কত খবর আসে যে

কাগজের পাতা ভরে,

জীবন পাতার অনেক খবর

রয়ে যায় অগোচরে।

কেউ তো জানেনা প্রাণের আকুতি

বারে বারে সে কি চায়,

স্বার্থের টানে প্রিয়জন কেন

দূরে সরে চলে যায়।

ধরণীর বুকে পাশাপাশি তবু

কেউ বুঝি কারো নয় ..

দুঃখের দহনে করুন রোদনে

তিলে তিলে তার ক্ষয়,

তিলে তিলে তার ক্ষয়।

তুমি কি দেখেছ কভু

জীবনের পরাজয়?

দুঃখের দহনে করুন রোদনে

তিলে তিলে তার ক্ষয়,

তিলে তিলে তার ক্ষয়,

তুমি কি দেখেছো কভু।

Altro da Shovon

Guarda Tuttologo

Potrebbe piacerti