ও শ্যাম যখন তখন খেলোনা খেলা অমন
ধরলে আজ তোমায় ছাড়বনা
দুহাতে মনের সুখে মাখাবো আবির মুখে
আজকে এই খেলাতে হারবনা
করোনা আর সেই চাতুরী ভেঙ্গে দেব জারিজুরি
লোকেদের মন্দ কথার ধার ধারবনা
ধরলে আজ তোমায় ছাড়বনা
বারে বারে ফাঁকি দিয়ে
জিতে তুমি যাও পালিয়ে
এ খেলা মানতে তোমার আর পারবোনা
ধরলে আজ তোমায় ছাড়বনা