menu-iconlogo
huatong
huatong
avatar

Bedona (Piano)

Shunnohuatong
Antunava🎻(🇦_🇧_🇸)huatong
Testi
Registrazioni
Arranged by Antunava ( _ _ )

. . .

তুমি আমার নও তো সুখ,তুমি

সুখের বেদনা

সব স্বপ্নের রং হয়না তো,

বেদনার মতো নয় রঙা

জীবনের সব কথা নয়,আমি

জীবনটাকেই বলতে চাই

হয়তো দুবাক্য নয়,

সেতো ভালোবাসার কাব্য কয়

আমি কবি নই,

তবু কাব্যের ভাষায় বলবো আজ...

(Piano Riff)

তুমি বললে আজ দুজনে

নীল রঙা বৃষ্টিতে ভিজবো

রোদেলা দুপুরে একসাথে

নতুন সুরে গান গাইবো

শেষ  বিকেলের ছায়ায় নীল

আকাশের বুকে আমি...

লাল রঙা স্বপ্ন আঁকবো

আমি কবি নই,

তবু কাব্যের ভাষায় বলবো আজ

তোমার হাসির শ্রাবণ ঢলে

স্বপ্ন নিয়ে ভাসতে চাই.

তোমার হাসির শ্রাবণ ঢলে

স্বপ্ন নিয়ে ভাসতে চাই..

(Bridge)

তুমি বললে আজ দুজনে

সাত রঙা প্রজাপতি ধরবো

লোনা বালিচরেতে একসাথে

আকাশের সমুদ্র স্নান দেখবো

গোধুলির আলো আঁধারীতে ঘূর্ণির সাথে দুজনা

নীলের বুকে আজ হারাবো

আমি কবি নই,

তবু কাব্যের ভাষায় বলবো আজ...

তোমার হাসির শ্রাবণ ঢলে

স্বপ্ন নিয়ে ভাসতে চাই.

তোমার হাসির শ্রাবণ ঢলে

স্বপ্ন নিয়ে ভাসতে চাই..

Altro da Shunno

Guarda Tuttologo

Potrebbe piacerti