menu-iconlogo
huatong
huatong
shuvro-dev-e-mon-amar-pathor-cover-image

এ মন আমার পাথর তো নয়"E Mon Amar pathor

Shuvro Devhuatong
spedro2005huatong
Testi
Registrazioni
এ মন আমার পাথর তো নয়

সব ব্যাথা সয়ে যাবে নীরবে।

এ মন আমার পাথর তো নয়

সব ব্যাথা সয়ে যাবে নীরবে।

যতই বৃষ্টি হোক এ পোড়া চোখে

যতই বৃষ্টি হোক এ পোড়া চোখে

এ হৃদয় তোমাকেই খুঁজবে

এ মন আমার পাথর তো নয়

সব ব্যাথা সয়ে যাবে নীরবে।

সূর্যটা যতদিন আলো দিয়ে যাবে

ভালবাসা হয়ে তুমি এ বুকে রবে

হো সূর্যটা যতদিন

আলো দিয়ে যাবে

ভালবাসা হয়ে তুমি এ বুকে রবে

হারাবো যেদিন আমি অন্ধকারে

বুঝবে সেদিন তুমি বুঝবে

এ মন আমার পাথর তো নয়

সব ব্যাথা সয়ে যাবে নীরবে।

এ মন আমার পাথর তো নয়

সব ব্যাথা সয়ে যাবে নীরবে।

ভুল বুঝে দূরে সরে তুমি গেছো চলে

জানলে না কী যে ব্যাথা হৃদয়ে দিলে।

হো ভুল বুঝে দূরে সরে

তুমি গেছো চলে

জানলে না কী যে ব্যাথা হৃদয়ে দিলে

ভেঙ্গে যাবে সব ভুল জানি একদিন

খুঁজবে সেদিন তুমি খুঁজবে

এ মন আমার পাথর তো নয়

সব ব্যাথা সয়ে যাবে নীরবে

যতই বৃষ্টি হোক এ পোড়া চোখে

যতই বৃষ্টি হোক এ পোড়া চোখে

এ হৃদয় তোমাকেই খুঁজবে

এ মন আমার পাথর তো নয়

সব ব্যাথা সয়ে যাবে নীরবে।

এ মন আমার পাথর তো নয়

সব ব্যাথা সয়ে যাবে নীরবে।

Altro da Shuvro Dev

Guarda Tuttologo

Potrebbe piacerti