menu-iconlogo
huatong
huatong
avatar

এক পৃথিবী দুঃখ আমার

SI Tutul/Sabina Yasminhuatong
sabaytayohuatong
Testi
Registrazioni
নয়ন মনি

এক পৃথিবী দুঃখ আমার

বুকের ভেতরে,

প্লিজ!কেউ কপি করবেন না।

স্মুলের পরিবেশ সুন্দর রাখা

আপনার আমার একান্ত দ্বায়িত্ব।

১ ছেলে কণ্ঠঃ ২ মেয়ে কণ্ঠঃ

নয়ন মনি

এক পৃথিবী দুঃখ আমার

বুকের ভেতরে,

বিরহ যন্ত্রনা না পাওয়ার বেদনা

বোঝাবো কি করে

বোঝাবো কি করে

এক পৃথিবী দুঃখ আমার

বুকের ভেতরে,

প্লিজ!কেউ কপি করবেন না।

ভালো হতে পয়সা লাগেনা

ভালো হতে হলে সুন্দর এটা মন চাই

এসো সবে মিলে বন্ধু হয়ে যাই

নয়ন মনি

কি চেয়েছিলাম পাওয়া হলো কি যে

ভাবলেই লোনা জ্বলে দুটি চোখ ভিজে।

কি হতে গিয়ে কি যে হয়ে গেলো .

দুঃখটা বৈশাখী ঝড় হয়ে এলো

এই কোন গল্পনা,সাজানো কল্পনা

কেঁদে কেঁদে মরে বোঝাবো কি করে

এক পৃথিবী দুঃখ আমার

বুকের ভেতরে,

প্লিজ!কেউ কপি করবেন না।

ভালো হতে পয়সা লাগেনা

ভালো হতে হলে সুন্দর এটা মন চাই

এসো সবে মিলে বন্ধু হয়ে যাই

নয়ন মনি

মন ভেঙ্গে গেলো,ভেঙ্গে গেলো আশা

আজ বড় একা আমি,নেই ভালোবাসা

চিনলোনা সে তো চেনা চোখের চেয়ে

হারালাম তাকে আমি এত কাছে পেয়ে

কার কাছে বলবো আর কত জ্বলবো

মন ধুকে মরে বোঝাবো কি করে

এক পৃথিবী দুঃখ আমার

বুকের ভেতরে,

বিরহ যন্ত্রনা,না পাওয়ার বেদনা

বোঝাবো কি করে

বোঝাবো কি করে

এক পৃথিবী দুঃখ আমার

বুকের ভেতরে

নয়ন মনি

প্রিয় বন্ধুগন ভাই ভাই মিলে সবাই

একে অপরকে ভালবাসবেন

সবাইকে আমি অনেক ভালোবাসি

লাইক কমেন্ট দিতে ভূলবেন না

Altro da SI Tutul/Sabina Yasmin

Guarda Tuttologo

Potrebbe piacerti

এক পৃথিবী দুঃখ আমার di SI Tutul/Sabina Yasmin - Testi e Cover