menu-iconlogo
huatong
huatong
avatar

তোমার আমার দেখা হবে Tumar Amar Dekha Hobe

S.I Tutulhuatong
michelleeslhuatong
Testi
Registrazioni
তোমার আমার দেখা হবে ওই পারে

বন্ধু ওই পারে

তোমার আমার দেখা হবে ওই পারে

তোমার আমার দেখা হবে ওই পারে

বন্ধু ওই পারে

তোমার আমার দেখা হবে ওই পারে

হৃদয়ের লেনা দেনা

এ পারেতে আর হবে না

হৃদয়ের লেনা দেনা

এ পারেতে আর হবে না

দেখা হবে দেখা হবে ওই পারে

তোমার আমার দেখা হবে ওই পারে

তোমার আমার দেখা হবে ওই পারে

আমি জনম জনম ঘুরিয়া

তোমায় কাছে না পাইয়া

ভালোবাসা রাখিলাম যতোনো করে

বন্ধু যতোনো করে

ও তোমার প্রেমে মোজীয়া চোখের জলে ভাসিয়া

কেউ জানেনা কিশের আগুন আমার অন্তরে

বন্ধু আমার অন্তরে

হৃদয়ের লেনা দেনা

এ পারেতে আর হবে না

হৃদয়ের লেনা দেনা

এ পারেতে আর হবে না

দেখা হবে দেখা হবে ওই পারে

তোমার আমার দেখা হবে ওই পারে বন্ধু

তোমার আমার দেখা হবে ওই পারে

চিনিও চিনিও তুমি ওই পারেতে গিয়া

থাকিবো থাকিবো আমি প্রেমের তরী নিয়া

বন্ধু প্রেমের তরী নিয়া

ও তোমার আমার এই প্রণয়ে

ভুল যদি না থাকে

ওই পারেতে আইসো তুমি প্রেমও মালা হাতে

বন্ধু প্রেমও মালা হাতে

হৃদয়ের লেনা দেনা

এ পারেতে আর হবে না

Altro da S.I Tutul

Guarda Tuttologo

Potrebbe piacerti