menu-iconlogo
huatong
huatong
avatar

Paar Bhanga Nodi/আমার পাড় ভাঙা এক নদী, Timir,সবুজ মনের মিউজিক লাইব্রেরী....

SMA's Music Library...huatong
Toton_SMA🎼🌱huatong
Testi
Registrazioni
আমার পাড় ভাঙা এক নদী,

আমি নৌকা হতাম যদি,

ভাসতে ভাসতে যেতাম তোমার কাছে...

কারাওকে ট্র‍্যাক :

সবুজ মনের মিউজিক লাইব্রেরী

আমার পাড় ভাঙা এক নদী,

আমি নৌকা হতাম যদি,

ভাসতে ভাসতে যেতাম তোমার কাছে...

আমার পথের পাশে ধুলো,

আমার ঠিক নেই চালচুলো,

তুমি ফুল হয়ে যাও আমার দুঃক্ষ গাছে...

তোমার ভীষন যাওয়ার তাড়া,

বাড়ি পালটে দিচ্ছে ভাড়া,

তোমার নতুন বাড়ির ঠিকানাটা দিয়ো...

আ...আ...আ....আ....

আ...আ...আ....আ....

আমি নৌকা বাঁধি সুরে,

জীবন বড্ড ভবঘুরে,

তুমি পথের বাঁকে ছায়ার মতোই প্রিয়....

ভীষণ মেঘলা করা রাতে,

আমি বৃষ্টি লিখি হাতে,

তুমি কথার মতোই জলের ভিতর ঝরো....

এই প্রথম বোঝার ভুলে,

সেলাই করছি মাস্তুলে,

তুমি শক্ত ভীষণ শক্ত হাতে ধরো...

আমার কথা ভাঙার বেলা,

পথে ঠুনকো অবহেলা,

নাহয় রইলো কিছু সময় অগোছালো...

শুধু যাবার বেলায় বলো,

আমায় বেসেও ছিলে ভালো,

মেঘের দিব্যি দিয়ে পুড়ছে বর্ষাকাল ও...

আ...আ...আ....আ....

আ...আ...আ....আ....

Altro da SMA's Music Library...

Guarda Tuttologo

Potrebbe piacerti