menu-iconlogo
huatong
huatong
avatar

[ HD]আমার জীবন নায়ে বন্ধু

sms arifhuatong
pjuaneta38huatong
Testi
Registrazioni

[ছেলে]=আমার জীবন নায়ে বন্ধু

তুমি প্রাণের মাঝি,

[মেয়ে]=ও ও ও ও ও ও

আমার জীবন নায়ে বন্ধু

তুমি প্রাণের মাঝি,

যেই নদীতে লইয়া যাইবা

যাইতে আমি রাজি।

[ছেলে]=ইহকালের নদী বাইয়া পরকালের নদী,

[মেয়ে]=সত্যি বন্ধু যাবো আমি

লইয়া যাওগো যদি.....ই ই

সত্যি বন্ধু যাবো আমি লইয়া যাওগো যদি।

[ছেলে]=দেহ মাঝে পরান আমার আছে গো যেখানে,

অনেক যত্নে বন্ধু তোমায় রেখেছি সেখানে।

[মেয়ে]=দেহ মাঝে পরান আছে জানিনা কোনখানে,

তুমি আমার পরান বন্ধু

এই কথাই মন জানে।

[ছেলে]=মনের কথা বলব তোমায় বলব নিরবধি,

[মেয়ে]=সত্যি বন্ধু যাবো আমি

লইয়া যাওগো যদি.....ই ই

সত্যি বন্ধু যাবো আমি লইয়া যাওগো যদি।

[ছেলে]=দেখব শুধু দু'টি চোখে তোমারও মুখ খানি,

ঐ মুখ দেখলে স্বর্গ দেখা হয়রে আমার জানি।

[মেয়ে]=তোমার প্রেমে অন্ধ আমি চোক্ষে নাইরে আলো,

মনের চোখে তোমায় দেখি আরও অনেক ভালো।

[ছেলে]=বুকের ভেতর প্রেমের নদী বইছে নিরবধি,

[মেয়ে]=সত্যি বন্ধু যাবো আমি

লইয়া যাওগো যদি.....ই ই

সত্যি বন্ধু যাবো আমি লইয়া যাওগো যদি।

[ছেলে]=আমার জীবন নায়ে বন্ধু তুমি প্রাণের মাঝি,

[মেয়ে]=ও ও ও ও ও ও

আমার জীবন নায়ে বন্ধু তুমি প্রাণের মাঝি,

যেই নদীতে লইয়া যাইবা

যাইতে আমি রাজি।

[ছেলে]=ইহকালের নদী বাইয়া পরকালের নদী,

[মেয়ে]=সত্যি বন্ধু যাবো আমি

লইয়া যাওগো যদি.....ই ই

সত্যি বন্ধু যাবো আমি লইয়া যাওগো যদি।

---------------------------------------

=====thanks====

Altro da sms arif

Guarda Tuttologo

Potrebbe piacerti