menu-iconlogo
huatong
huatong
avatar

Onno Groher Chand

Sohan Alihuatong
ms_joce21huatong
Testi
Registrazioni
তোমার আকাশ ধরার শখ

আমার সমুদ্দুরে চোখ

আমি কি আর দেবো বলো

তোমার শুধুই ভালো হোক ।

তোমার ভোলা ভালা হাসি

আমার বুকের ভেতর ঝড়

তুমি চলতি ট্রেনের হাওয়া

আমি কাঁপি থরথর ।

তোমার নানান বাহানায়

আমার জায়গা টা কোথায়

আমি কি এক ঘোরে থাকি

ছিলো কত কথা বাকি ।

তোমার গোপন সবই রয়

আমার আপন মনে হয়

আমি ভোরের ঝরা পাতা

আমার মরার কিসের ভয় !

তোমার নরম কাতর হাত

আমার দিনের মতো রাত

তুমি ঝিনুক কুড়াও যদি

আমি হবো শান্ত নদী ।

আমার আসার সময় হলে

তুমি হাত ফসকে গেলে

তোমার যাওয়ার পায়তারা

আমি হই যে দিশেহারা ।

তুমি অন্য গ্রহের চাঁদ

আমার একলা থাকার ছাদ

তোমার ফেরার সম্ভাবনা

অমাবস্যায় জোছনা ।

তোমার গোপন সবই রয়

আমার আপন মনে হয়

আমি ভোরের ঝরা পাতা

আমার মরার কিসের ভয় !

তুমি অন্য গ্রহের চাঁদ

আমার একলা থাকার ছাদ

তোমার ফেরার সম্ভাবনা

অমাবস্যায় জোছনা ।

তোমার গোপন সবই রয়

আমার আপন মনে হয়

আমি ভোরের ঝরা পাতা

আমার মরার কিসের ভয় !

Altro da Sohan Ali

Guarda Tuttologo

Potrebbe piacerti