menu-iconlogo
huatong
huatong
Testi
Registrazioni

হাসতে দেখো, গাইতে দেখো

অনেক কথায় মুখর আমায় দেখো,

দেখো না কেউ হাসি শেষে নীরবতা।

হাসতে দেখো, গাইতে দেখো

অনেক কথায় মুখর আমায় দেখো,

দেখো না কেউ হাসি শেষে নীরবতা।

বোঝে না কেউ তো চিনলো না

খোঁজে না আমার কি ব্যথা,

চেনার মতো কেউ চিনলো না

এই আমাকে।

আমার সুরের বুকে কান্না লুকিয়ে থাকে

আমার চোখের কোণে নোনা ছবি আঁকে,

আমার গল্প শুনে হয় আলোকিত উৎসব

গল্প শেষে আমি আঁধারের মতো নীরব,

নিজেকে ঢেলে আমি কত সুখ দিলাম ..

বোঝে না কেউ তো চিনলো না

খোঁজে না আমার কি ব্যথা,

চেনার মতো কেউ চিনলো না

এই আমাকে।

Altro da Somlata Acharyya Chowdhury

Guarda Tuttologo

Potrebbe piacerti