menu-iconlogo
logo

Ore Grihobasi Khol Dar Khol - (New)

logo
Testi
Song: Ore Grihobasi (Stk)

Track: 𝕾𝖚𝖇𝖍𝖆𝖉𝖎𝖕

✨==== Stk ====✨

ওরে গৃহবাসী

খোল দ্বার খোল..

লাগলো যে দোল

স্থলে জলে বনতলে লাগলো যে দোল

দ্বার খোল দ্বার খোল।

ওরে গৃহবাসী

খোল দ্বার খোল

লাগলো যে দোল

স্থলে জলে বনতলে লাগলো যে দোল

দ্বার খোল দ্বার খোল।

ওরে গৃহবাসী...।

⚜️Uploaded by Dodo⚜️

রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে

রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে

রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে

রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে

নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল

দ্বার খোল দ্বার খোল।

ওরে গৃহবাসী

খোল দ্বার খোল..

লাগলো যে দোল

স্থলে জলে বনতলে লাগলো যে দোল

দ্বার খোল দ্বার খোল।

ওরে গৃহবাসী..।

♻️❇️ Happy Holi ❇️♻️

বেণুবন মরমর দখিনা বাতাসে

প্রজাপতি দোলে ঘাসে ঘাসে।

বেণুবন মরমর দখিনা বাতাসে

প্রজাপতি দোলে ঘাসে ঘাসে।

মৌমাছি ফিরে যাচি ফুলের দখিনা

পাখায় বাজায় তার ভিখারীর বীণা

মৌমাছি ফিরে যাচি ফুলের দখিনা

পাখায় বাজায় তার ভিখারীর বীণা

মাধবীবিতানে বায়ু গন্ধে বিভোল

দ্বার খোল দ্বার খোল।

ওরে গৃহবাসী

খোল দ্বার খোল..

লাগলো যে দোল

স্থলে জলে বনতলে লাগলো যে দোল

দ্বার খোল দ্বার খোল।

ওরে গৃহবাসী....।

❤️ Stk Stereo™ ❤️

Ore Grihobasi Khol Dar Khol - (New) di Srabani Sen - Testi e Cover