Song: Srikrishno Kirton (Aditi Munshi)
Film : Gotro
=============
জয় জয় গোবিন্দ, গোপাল গদাধর..
কৃষ্ণচন্দ্র..করো কৃপা..,করুণাসাগর,
জয় রাধে..গোবিন্দ, গোপাল বনমালী
শ্রী রাধার প্রান ধন..মুকন্ধ মুরারী।
হরি নাম বিনেরে ভাই..গোবিন্দ নাম বিনে,
বিফলে মনুষ্য জন্ম..যায় দিনে দিনে..।
⚔️ Stk Stero HQ™ ⚔️
হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম
রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম।
হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম
রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম।
যশোদা জননী বলে যাদুবাছা.. ধন,
যশোদা জননী বলে যাদুবাছা..ধন
অষ্টোতর শত নাম নিলো নারায়ন।
অষ্টোতর শত নাম নিলো নারায়ন।
হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম
রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম।
✡️ Track: Subhadip
Follow: @Subhadip_stk
নন্দের নন্দন নাম রাখিল শ্রীনন্দ,
নন্দের নন্দন নাম রাখিল শ্রীনন্দ
বৃন্দাদূতী দিল নাম বৃন্দাবন চন্দ্র।
নন্দের নন্দন নাম রাখিল শ্রীনন্দ
বৃন্দাদূতী দিল নাম বৃন্দাবন চন্দ্র।
দয়া নিধি নাম রাখে দরিদ্র সকল,
দয়া নিধি নাম রাখে দরিদ্র সকল,
অষ্টোতর শত নাম নিলো নারায়ন।
হরেকৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম
রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম।
⚜️Uploaded by Dodo⚜️
নাম ভজ নাম চিন্ত নাম কর সার
অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার।
নাম ভজ নাম চিন্ত নাম কর সার
অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার।
যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি
যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি
নামের সহিত আছেন আপন শ্রীহরি
নামের সহিত আছেন আপন শ্রীহরি।
শোনো শোনো ওরে ভাই নাম সংকীর্তন
হরিনাম শ্রবণে হয় পাপ বিমোচন,
কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর...
যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর।
হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে
হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে।
হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে
হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে।
হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে
হরে রাম, হরে রাম, রাম..রাম....হরে...হরে....।⭐⭐===সমাপ্ত===⭐⭐