menu-iconlogo
huatong
huatong
avatar

Toke Niye Bilet Jabo Re

Subhankar Dey/Ankita Bhattacharyyahuatong
softillusionhuatong
Testi
Registrazioni
অ্যাই সুন্দরী!

আলতা নুড়ি, গাছের গুঁড়ি, বউ পুতুলের বিহা

এখন কেন কাঁদিস লো সই গামছা মুড়ি দিয়া?

আলুর পাতায় সালু রে, ভেল্লা পাতা দই

সবার জামাই আইলো ঘরে, আমার জামাই কই?

(আমার জামাই কই?)

ভালোবেসে সখী ফাঁসালি পিরিতে

গোলেমালে পাখনা মেলেছি

বসে গেছি সোজা বিয়ের পিঁড়িতে

তোকে নিয়ে selfie তুলেছি

আমি কেবলা ছেলে তোকে সঙ্গে পেলে

ভাজা মাছ উল্টে খাবো রে

Oh, lovely!

তোকে নিয়ে, তোকে নিয়ে

তোকে নিয়ে বিলেত যাবো রে, ও যাবো রে

তোকে নিয়ে বিলেত যাবো রে

তোকে নিয়ে বিলেত যাবো রে, ও যাবো রে

তোকে নিয়ে বিলেত যাবো রে

আলতা নুড়ি, গাছের গুঁড়ি, বউ পুতুলের বিহা

এখন কেন কাঁদিস লো সই গামছা মুড়ি দিয়া?

আলুর পাতায় সালু রে, ভেল্লা পাতা দই

সবার জামাই আইলো ঘরে, আমার জামাই কই?

হেলেদুলে এলোচুলে shopping-এ চলো রে

আতা গাছে তোতা পাখি করেছে follow রে

পিরিতের season-এ reel বানাবো দু′জনে

আমার সাথে নায়াগ্রাতে মাঝে মাঝে ভিজে নে

আমি তোর কানু রে, তুই আমার জানু রে

Crush খেয়েছি, ছিটকে গেছি

কলিযুগের সায়রা বানু রে

তোকে নিয়ে বিলেত যাবো রে, ও যাবো রে

তোকে নিয়ে বিলেত যাবো রে

Oh, lovely!

তোকে নিয়ে বিলেত যাবো রে, ও যাবো রে

তোকে নিয়ে বিলেত যাবো রে

তোকে নিয়ে বিলেত যাবো রে, ও যাবো রে

তোকে নিয়ে বিলেত যাবো রে

তোকে নিয়ে বিলেত যাবো রে, ও যাবো রে

তোকে নিয়ে বিলেত যাবো রে

তোকে নিয়ে বিলেত যাবো রে, ও যাবো রে

তোকে নিয়ে বিলেত যাবো রে

Oh, lovely!

Altro da Subhankar Dey/Ankita Bhattacharyya

Guarda Tuttologo

Potrebbe piacerti