menu-iconlogo
huatong
huatong
avatar

আমার ভাংগা ঘরে

Subir Nandihuatong
nuthegreathuatong
Testi
Registrazioni

আমার ভাংগা ঘরের

ভাংগা চালা,ভাংগা বেড়ার ফাঁকে

অবাক জোছনা ঢুইকা পরে হাত বাড়ায়া ডাকে

হাত ইশারায় ডাকে কিন্তু মুখে বলে না

আমার কাছে আইলের বন্ধু আমারে পাইবা না।

আমার ভাংগা ঘরের

ভাংগা চালা,ভাংগা বেড়ার ফাঁকে

অবাক জোছনা ঢুইকা পরে হাত বাড়ায়া ডাকে

তুমি আমায় ডাকলা না গো তুমি রইলা দূরে..

তোমার হইয়া অবাক জোছনা ডাকলো অচিন সুরে..

তুমি আমায় ডাকলা না গো তুমি রইলা দূরে..

তোমার হইয়া অবাক জোছনা ডাকলো অচিন সুরে

হাত ইশারাই ডাকে কিন্তু মুখে বলে না

আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না

আমার ভাংগা ঘরের

ভাংগা চালা,ভাংগা বেড়ার ফাঁকে

অবাক জোছনা ঢুইকা পরে হাত বাড়ায়া ডাকে

ঘর খুলিয়া বাহির হইয়া জোঁছনা ধরতে যাই..

হাত ভর্তি চান্দের আলো,ধরতে গেলে নাই..

ঘর খুলিয়া বাহির হইয়া জোঁছনা ধরতে যাই

হাত ভর্তি চান্দের আলো,ধরতে গেলে নাই..

হাত ইশারাই ডাকে কিন্তু মুখে বলে না

আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না

আমার ভাংগা ঘরের

ভাংগা চালা,ভাংগা বেড়ার ফাঁকে

অবাক জোছনা ঢুইকা পরে হাত বাড়ায়া ডাকে

হাত ইশারায় ডাকে কিন্তু মুখে বলে না

আমার কাছে আইলের বন্ধু আমারে পাইবা না।

আমার ভাংগা ঘরের

ভাংগা চালা,ভাংগা বেড়ার ফাঁকে

অবাক জোছনা ঢুইকা পরে হাত বাড়ায়া ডাকে

অবাক জোছনা ঢুইকা পরে হাত বাড়ায়া ডাকে

অবাক জোছনা ঢুইকা পরে হাত বাড়ায়া ডাকে

আমায় হাত ইশারাই ডাকে

বিডি জীবন ডট কম

Altro da Subir Nandi

Guarda Tuttologo

Potrebbe piacerti

আমার ভাংগা ঘরে di Subir Nandi - Testi e Cover