গানঃ জানলে কি আর করতাম
শিল্পীঃ মুক্তা সরকার
তুই বন্ধুরে ভালো..বেসেরে আমার
তুই বন্ধুরে ভালো..বেসেরে আমার
গেল কুলমান জাতি..বন্ধুরে
জানলে কি আর করতাম এই পিরিতি,
বন্ধুরে..জানলে কি আর
করতাম..এই পিরিতি,
তুই বন্ধুরে ভালো..বেসেরে আমার
তুই বন্ধুরে ভালো..বেসেরে আমার
গেল কুলমান জাতি..বন্ধুরে
জানলে কি আর করতাম এই পিরিতি,
বন্ধুরে..জানলে কি আর
করতাম..এই পিরিতি।
আপলোড বাই---
মনে বড় আশা ছিলোরে তোমায়
করবো জীবন সাথী
মনে বড় আশা ছিলোরে তোমায়
করবো জীবন সাথী
আমার মিটিলো না মনের আশারে বন্ধু
মিটিলো না মনের আশারে বন্ধু
না বুঝে তোর রীতি..বন্ধুরে
জানলে কি আর করতাম এই পিরিতি,
বন্ধুরে..জানলে কি আর
করতাম..এই পিরিতি।
আপলোড বাই---
মন দিয়া তোর..মন পাইলাম নারে
বন্ধু করছিলাম কি ক্ষতি...
মন দিয়া তোর..মন পাইলাম নারে
বন্ধু করছিলাম কি ক্ষতি...
আমার সরল মনে
দাগ লা..গাইলিরে বন্ধু
দাগ লা..গাইলিরে বন্ধু
এই কি প্রেমের রীতি..বন্ধুরে
জানলে কি আর করতাম এই পিরিতি,
বন্ধুরে..জানলে কি আর
করতাম..এই পিরিতি।
আপলোড বাই---
চয়েজ বাই--
আমায় তুমি..ভুলে গেছো রে
বন্ধু নাইরে কোন ক্ষতি
আমায় তুমি..ভুলে গেছো রে
বন্ধু নাইরে কোন ক্ষতি
আমার ভালোবাসা
ভুলি..ও নারে বন্ধু...
আমার ভালোবাসা
ভুলি..ও নারে সরকার
সোবহানের মিনতি..বন্ধুরে
জানলে কি আর করতাম এই পিরিতি,
বন্ধুরে..জানলে কি আর
করতাম..এই পিরিতি।
তুই বন্ধুরে ভালো..বেসেরে আমার
তুই বন্ধুরে ভালো..বেসেরে আমার
গেল কুলমান জাতি..বন্ধুরে
জানলে কি আর করতাম এই পিরিতি,
বন্ধুরে..জানলে কি আর
করতাম..এই পিরিতি,
বন্ধুরে..জানলে কি আর
করতা...ম..এই পি..রিতি,
*দয়া করে কেউ কপি করবেন না*