menu-iconlogo
huatong
huatong
avatar

যার কথা ভেবে শিহরণ

surjohuatong
༄𝙋𝙍𝙄𝙉𝘾𝙀༄🔥𝐁𝐁𝐅⚔️🇧🇩huatong
Testi
Registrazioni
যার কথা ভেবে শিহরন

যে আমার জীবন মরন

এলো যেনো সে ভালবেসে ভরে দিতে আজ এ মন

যে ছিলো আমার আপন

যার সাথে বাধা এ জীবন

এলো যেনো সে ভালবেসে ভরে দিতে আজ এ মন

যেনো এক নতুন সকাল ভেঙে দিয়ে ঘুমেরি জাল

এলো যেনো সে ভাল বেসে ভরে দিতে আজ এ মন..

সে ছিলো মরিচিকা

দিতো শুধু যে দেখা

তাকে যেতোনা ছোয়া

কোনো দিন

তার হয়ে আকাশে থাকতো মেঘেতে ভেসে সে ছিলো যে অধরা প্রতিদিন....

কাটতো যে দিন তবু তারি আশায় কত যন্ত্রনা বুকে বয়ে মুছে গেলো সেই বেথা তাকে পেয়ে..

সে যেনো আজো শ্রাবন না বলা সুখের প্লাবন

এলো যেনো সে ভালবেসে ভরে দিতে আজ এ মন

যেনো এক নতুন সকাল ভেংগে দিয়ে ঘুমেরি জাল

এলো যেনো সে ভালবেসে ভরে দিতে আজ এ মন

যার কথা ভেবে শিহরন যে আমার জীবন মরন এলো যেনো সে ভালবেসে ভরে দিতে আজ এ মন যেনো এক নতুন সকাল ভেংগে দিয়ে ঘুমেরি জাল

এলো যেনো সে ভালবেসে ভরে দিতে আজ এ মন..

এলো যেনো সে ভালবেসে ভরে দিতে আজ এ মন..

Altro da surjo

Guarda Tuttologo

Potrebbe piacerti