menu-iconlogo
huatong
huatong
avatar

Krishno Churar Chaye Chaye

Suvro Devhuatong
꧁🇧🇩Ꭼ𝐦𝐚𝐝Ɽ𝐨𝐧𝐲🎼🌎G🆁🅿️huatong
Testi
Registrazioni
কৃষ্ণ চূড়ার ছায়ে ছায়ে

কথা ও সুরঃ বুলবুল আনাম

শিল্পীঃ শুভ্র দেব

******************

কৃষ্ণ চূড়ার ছায়ে ছায়ে, নির্জন পূর্ণিমা রাতে,

থাকবো একেলা, এসো গো সঙ্গোপনে

কৃষ্ণ চূড়ার ছায়ে ছায়ে, নির্জন পূর্ণিমা রাতে,

থাকবো একেলা, এসো গো সঙ্গোপনে।।

##########################

হৃদয় মুখোর হলে, অধর যদি কাপে,

মেঘের বুকে লুকিয়ে সে চাঁদ সুযোগ করে দিবে

হৃদয় মুখোর হলে, অধর যদি কাপে,

মেঘের বুকে লুকিয়ে সে চাঁদ সুযোগ করে দিবে

কৃষ্ণ চূড়ার ছায়ে ছায়ে, নির্জন পূর্ণিমা রাতে,

থাকবো একেলা, এসো গো সঙ্গোপনে......

##########################

দু চোঁখে লজ্জা এলে, মিথ্যে ঘুমের ছলে,

লুকিয়ে নয়ন অনুভবে শুধূ আমায় বুঝে নিবে...

দু চোঁখে লজ্জা এলে, মিথ্যে ঘুমের ছলে,

লুকিয়ে নয়ন অনুভবে শুধূ আমায় বুঝে নিবে.....

কৃষ্ণ চূড়ার ছায়ে ছায়ে নির্জন পূর্ণিমা রাতে,

থাকবো একেলা, এসো গো সঙ্গোপনে......

কৃষ্ণ চূড়ার ছায়ে ছায়ে, নির্জন পূর্ণিমা রাতে,

থাকবো একেলা, এসো গো সঙ্গোপনে......।।

লালা লালা লালা লালা

লাল লাল্লাল লা লা লা লা

লালা লা লালা লা

লালা লা লালা লা

লা লা লা লা লালা লা।।

Altro da Suvro Dev

Guarda Tuttologo

Potrebbe piacerti