menu-iconlogo
huatong
huatong
syed-abdul-hadi--cover-image

আমি তোমারি প্রেমও ভিখারী

Syed Abdul Hadihuatong
sonya.meisnerhuatong
Testi
Registrazioni
Singer: সৈয়দ আব্দুল হাদি

গীতিকারঃ আহমেদ ইমতিবুল

সুরকারঃ আহমেদ ইমতিবুল

ছায়াছবিঃ চন্দন দ্বীপের রাজকন্যা

আমি তোমারি..প্রেমও ভিখারী

ভালবেসে ঠাই দিও পরাণে গো..

ভালবেসে ঠাই দিও পরাণে

আমি তোমারি..তুমি আমারি

পাশে থেকো জীবনে মরনে গো..

পাশে থেকো জীবনে মরনে

বুকেরি ভিতরে, আন্ধার কুটিরে

তুমি ওগো চান্দেরও বাতি..

চোখেরি মনিতে, শয়নে স্বপনে

আছো তুমি দিবস ও রাতি..

ভালবেসে ঠাই দিও পরাণে গো..

ভালবেসে ঠাই দিও পরাণে

আমি তোমারি..প্রেমও ভিখারী

ভালবেসে ঠাই দিও পরাণে গো..

ভালবেসে ঠাই দিও পরাণে

তোমারে আমি যে, কত ভালোবাসি গো

বু্ঝাবো কেমন বুঝাবো..

তোমারে না পেলে, জানি আমি জানি গো

মরিবো অকালে মরিবো...

ভালবেসে ঠাই দিও পরাণে গো..

ভালবেসে ঠাই দিও পরাণে

আমি তোমারি..প্রেমও ভিখারী

ভালবেসে ঠাই দিও পরাণে গো..

ভালবেসে ঠাই দিও পরাণে

পাশে থেকো জীবনে মরনে গো..

পাশে থেকো জীবনে মরনে

ভালবেসে ঠাই দিও পরাণে গো..

ভালবেসে ঠাই দিও পরাণে

Altro da Syed Abdul Hadi

Guarda Tuttologo

Potrebbe piacerti