menu-iconlogo
huatong
huatong
avatar

Alo Alo

Tahsan Rahman Khanhuatong
missyclymerhuatong
Testi
Registrazioni
তুমি আর তো কারো নও শুধু আমার

যত দূরে সরে যাও রবে আমার

স্তব্ধ সময়টাকে ধরে রেখে,

স্মৃতির পাতায় শুধু

তুমি আমার

কেন আজ এত একা আমি?

আলো হয়ে দূরে তুমি!

আলো আলো আমি কখনো খুঁজে পাবনা

চাঁদের আলো তুমি কখনো আমার হবে না

আলো আলো আমি কখনো খুঁজে পাবনা

চাঁদের আলো তুমি কখনো আমার হবে না,

হবে না,

হবে না,

হবে না

রুমন্থন করি ফেলে আসা

দৃশ্যপট স্বপ্নে আঁকা

লুকিয়ে তুমি কোন সূদূরে

হয়ত ভবিষ্যতরে আড়ালে

ঘাসের চাদরে শুয়ে একা

আকাশের পানে চেয়ে জেগে থাকা

তবে আজ এত একা কেন?

আলো হয়ে দূরে তুমি

আলো আলো আমি কখনো খুঁজে পাবনা

চাঁদের আলো তুমি কখনো আমার হবে না

আলো আলো আমি কখনো খুঁজে পাবনা

চাঁদের আলো তুমি কখনো আমার হবে না,

হবে না,

হবে না,

হবে না

কেন আজ এত একা আমি?

আলো হয়ে দূরে তুমি!

আলো আলো আমি কখনো খুঁজে পাবনা

চাঁদের আলো তুমি কখনো আমার হবে না

আলো আলো আমি কখনো খুঁজে পাবনা

চাঁদের আলো তুমি কখনো আমার হবে না,

হবে না,

হবে না,

হবে না

Altro da Tahsan Rahman Khan

Guarda Tuttologo

Potrebbe piacerti