menu-iconlogo
huatong
huatong
avatar

Taito Ailam Sagore

Tanjeeb Khan/Tasrif Khanhuatong
ajbkcldueifohuatong
Testi
Registrazioni
আমার মন বসে না শহরে

ইট পাথরের নগরে

তাই তো আইলাম সাগরে

তাই তো আইলাম সাগরে

মন বসে না শহরে

ইট পাথরের নগরে

তাই তো আইলাম সাগরে

তাই তো আইলাম সাগরে

আবার

এই সাগরপাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে

এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে

এই সাগরপাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে

এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে

পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পাড়ে

ঝিনুক মালা গাঁইথা কাটায় দিতাম জীবনটারে

আমার মন বসে না শহরে

ইট পাথরের নগরে

তাই তো আইলাম সাগরে

তাই তো আইলাম সাগরে

মন বসে না শহরে

ইট পাথরের নগরে

তাই তো আইলাম সাগরে

তাই তো আইলাম সাগরে

এই নীল জলেতে ভাসায় দেবো মনের দুঃখ যতো

আর জল দিয়া পূরণ করিবো হাজার শুকনো ক্ষত

এই নীল জলেতে ভাসায় দেবো মনের দুঃখ যতো

আর জল দিয়া পূরণ করিবো হাজার শুকনো ক্ষত

পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পাড়ে

ঝিনুক মালা গাঁইথা কাটায় দিতাম জীবনটারে

আমার মন বসে না শহরে

ইট পাথরের নগরে

তাই তো আইলাম সাগরে

তাই তো আইলাম সাগরে

আমার মন বসে না শহরে

ইট পাথরের নগরে

তাই তো আইলাম সাগরে

তাই তো আইলাম সাগরে

আরে, তাইতো আইলাম সাগরে

তাই তো আইলাম সাগরে

আরে, তাই তো আইলাম সাগরে

তাই তো আইলাম সাগরে

Altro da Tanjeeb Khan/Tasrif Khan

Guarda Tuttologo

Potrebbe piacerti