menu-iconlogo
huatong
huatong
avatar

Ei rupali chande tomari hat

Tapan Chowdhury/Shampa Rezahuatong
papaschupie1huatong
Testi
Registrazioni
এই রূপালী চাঁদে, তোমারই হাত দুটি

মেহেদীর লাল রং এ আমি সাজিয়ে দিতে চাই

আহা কি শোনালে, মন রাঙ্গালে

এভাবে সারা জীবন যেন তোমাকে কাছে পাই

এই রূপালী চাঁদে, তোমারই হাত দুটি

শুধু একটি গোলাপ চেয়ে পাঠালে চিঠি শুনে

মনেরই আকাশে ভাসে তারা মিটি মিটি

শুধু একটি গোলাপ চেয়ে পাঠালে চিঠি শুনে

মনেরই আকাশে ভাসে তারা মিটি মিটি

তুমি কাছে এসে এ হৃদয় রাঙ্গালে যদি

তাতে আমার ই নাম লিখে যায়

আর সাজিয়ে দিতে চায়

আহা কি শোনালে, মন রাঙ্গালে

মেহেদীর লাল রং এ আমি সাজিয়ে দিতে চাই

আমি তোমাকে পেয়ে, সুখে আছি যেন

ফুলেরই বুকে অলী কতো কাছাকাছি

আমি তোমাকে পেয়ে, সুখে আছি যেন

ফুলেরই বুকে অলী কতো কাছাকাছি

এই মেহেদী রাতে সাথে আছো তুমি

যেন তুমি কি দেখছো না,

শুধু তোমাকে কাছে পাই

এই রূপালী চাঁদে, তোমারই হাত দুটি

মেহেদীর লাল রং এ আমি সাজিয়ে দিতে চাই

আহা কি শোনালে, মন রাঙ্গালে

এভাবে সারা জীবন যেন তোমাকে কাছে পাই

এই রূপালী চাঁদে, তোমারই হাত দুটি

Altro da Tapan Chowdhury/Shampa Reza

Guarda Tuttologo

Potrebbe piacerti