menu-iconlogo
huatong
huatong
Testi
Registrazioni
মেঘে মেঘে গেল বেলা অবিরত,

হল না বলা, কথা ছিল কত।

চোখে চোখে বোনা আলাপের সুতো,

হল না জানানো, কথা ছিল কত।

মেঘে মেঘে গেল বেলা অবিরত,

হল না বলা, কথা ছিল কত।

চোখে চোখে হওয়া আলাপের সুতো,

সে বোঝেনি বুঝি, কথা ছিল কত।

কথা ছিল, কথা ছিল কত কথা ছিল

কথা ছিল, কথা ছিল, কথা ছিল

কত কথা ছিল।

মেঘে মেঘে গেল বেলা অবিরত,

হলো না বলা, কথা ছিল কত।

মায়াবী বিকেলে আলো পড়ে এলে,

লুকোচুরি খেলে রোজকার চেনা পথও।

ফেরারী মেঘেরা সোনা দিয়ে ঘেরা,

একা বাড়ি ফেরা, বুকে নিয়ে কিছু ক্ষত।

তার খোঁজে ওরে ঝরা পাতা যত,

কোথায় হারালো, কথা ছিল কত ।

ঘুমের গোপনে ছোঁয়াটির মতো,

জ্বলে আর নেভে, কথা ছিল কত।

জোনাকির দলে জানাজানি হলে,

সে মালাবদলে ঝিকিমিকি শত-শত।

কালো আর সাদা সাতপাকে বাঁধা,

কতটা আলাদা, তবু কাছাকাছি কত।

আলো ঝলমলে পালকের মতো,

চুপিচুপি বলা, কথা ছিল কত।

মেঘে মেঘে গেল বেলা অবিরত,

কানে কানে বলা, কথা ছিল কত।

কথা ছিল, কথা ছিল কত কথা ছিল,

কথা ছিল, কথা ছিল, কথা ছিল

কত কথা ছিল।

Altro da Timir Biswas/Iman Chakraborty/Prasen

Guarda Tuttologo

Potrebbe piacerti