menu-iconlogo
huatong
huatong
avatar

Pathorer Prithibite Kacher

Topon Choudhury/Shakila Zafarhuatong
edelhell1huatong
Testi
Registrazioni
পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়

ভেঙ্গে যায় যাক তার করিনা ভয়

তবু প্রেমেরতো শেষ হবে না

তবু প্রেমেরতো শেষ হবে না

পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়

ভেঙ্গে যায় যাক তার করিনা ভয়

তবু প্রেমেরতো শেষ হবে না

তবু প্রেমেরতো শেষ হবে না

মরণনিয়ে তারাই ভাবেযারা ভালোবাসিতে জানেনা

সোনারজাতি তারাইখোঁজে যারাহৃদয়টাকে চেনেনা

ভালোবাসার অনুভবে

দুচোখভরা স্বপ্ন রবে

আরতো কিছুই চাইনা তবু প্রেমেরতো শেষ হবেনা

পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়

ভেঙ্গে যায় যাক তার করিনা ভয়

তবু প্রেমেরতো শেষ হবে না

তবু প্রেমেরতো শেষ হবে না

কুঁড়েঘরে চাঁদের আলো যদি ঝরে পড়েগো অঝরে

সোনার পালঙ্ক চাইনাআমি যদিরাখো জড়িয়েআদরে

তাজমহলের শ্বেত পাথরে

নাইবা গেলাম খোদাই করে

দুটিনামের ঠিকানাতবু প্রেমেরতোশেষ হবেনা

পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়

ভেঙ্গে যায় যাক তার করিনা ভয়

তবু প্রেমেরতো শেষ হবে না

তবু প্রেমেরতো শেষ হবে না

পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়

ভেঙ্গে যায় যাক তার করিনা ভয়

তবু প্রেমেরতো শেষ হবে না

তবু প্রেমেরতো শেষ হবে না

লা লা লা লা লা লা………

হুম হুম হুম হুম হুম....

Altro da Topon Choudhury/Shakila Zafar

Guarda Tuttologo

Potrebbe piacerti