আদর কইরা ডাকমু জান
কাছে একটু আইয়া যান
মনের কথা হুইনা যান
কী জাদুতে মারছেন আমায় বাণ
আদর কইরা ডাকমু জান
কাছে একটু আইয়া যান
মনের কথা হুইনা যান
কী জাদুতে মারছেন আমায় বাণ
কী জাদুতে মারছেন আমায় বাণ
হাতটা ধরেন না
ভাব নিয়েন না
কেন চোখের ভাষা বুঝেন না
জ্বালা দিয়েন না
দূরে যায়েন না
মইরা গেলে আমায় খুঁইজা পাইবেননা
ওরে কালাচান
তোমার লাগি মন করে আনচান
ওরে কালাচান
একখান বাটার পান খাইয়া যান
ওরে কালাচান
তোমার লাগি মন করে আনচান
হায়রে, ওরে কালাচান
একখান বাটার পান খাইয়া যান
আগাগোড়া মেকাপ কইরা
দেখাও তুমি ঢং
তোমার পান তুমি খাও,
ঠোঁটে লাগাও রং
এই তুমি অনেক ক্রেজি
তোমার নাটক বুঝি
আয় তি তি তি তি কইরা
ময়না পাখি খুঁজি
মন আমার বোকাসোকা
পোলা বোকা না
এই আমি শুধু খাইছেন কি
বাবু খোঁকা না
তোমার মনের ব্যাপার স্যাপার
কাটলো প্রেমের খাল
শাড়ি পইরা টিপ মাইরা
ঠোঁট করি লাল লাল
ওরে কালাচান
তোমার লাগি মন করে আনচান
ওরে কালাচান
একখান বাটার পান খাইয়া যান
ওরে কালাচান
তোমার লাগি মন করে আনচান
হায়রে, ওরে কালাচান
একখান বাটার পান খাইয়া যান
ডুব না দিলে প্রেমের জলে
জীবন যাবে হায় বিফলে
আইসোএ আমার মন মহলে
ডুব না দিলে প্রেমের জলে
জীবন যাবে হায় বিফলে
আইসোএ আমার মন মহলে
ভাসাইব আদরের সম্পান
খাইয়া যাও না রসের ভরা পান
ওরে কালাচান
তোমার লাগি মন করে আনচান
ওরে কালাচান
একখান বাটার পান খাইয়া যান
ওরে কালাচান
তোমার লাগি মন করে আনচান
হায়রে, ওরে কালাচান
একখান বাটার পান খাইয়া যান