menu-iconlogo
huatong
huatong
udit-naraynpurnima--cover-image

আমার পায়ে বিঁধেছে জোড়া কাটা

Udit Narayn/Purnimahuatong
sierrais1huatong
Testi
Registrazioni
১ম পার্ট মেয়ে ২য় পার্ট ছেলে

ও আমার পায়ে বিধেছে জোড়া কাটা

তুমি দাও গো খোলে দাও

ও আমার পায়ে বিধেছে জোড়া কাটা

তুমি দাও গো খোলে দাও

আমি সইতে পারিনা বিষের জ্বালা

কোলে নাও গো তোলে নাও

ও এ কাটা প্রেমের কাটা বিধেছে বুকে

মরেছি দুজনে অজানা সুখে।

ও আমার পায়ে বিধেছে জোড়া কাটা

তুমি দাও গো খোলে দাও

আমি সইতে পারিনা বিষের জ্বালা

কোলে নাও গো তোলে নাও

ও অঙ্গে অঙ্গে জালারে জালা

এত জালা কেন হয়,এত জালা কেন হয় ।

ও সঙ্গে সঙ্গে আছি আমি

তোমার কেন এত ভয়,তোমার কেন এত ভয়।

ও নিজেকে অচেনা লাগে নিজেরি চোখে

ধরেছে আমাকে কি যে অসুখে

ও আমার পায়ে বিধেছে জোড়া কাটা

তুমি দাও গো খোলে দাও

আমি সইতে পারিনা বিষের জ্বালা

কোলে নাও গো তোলে নাও

মিষ্টি মিষ্টি ছোঁয়াতে আমি

শরমে জড়িয়ে যাই..শরমে জড়িয়ে যাই,

ও দৃষ্টি দৃষ্টি যেখানে রাখি

সেখানে তোমাকে পাই সেখানে তোমাকে পাই।

ও..যে কথা রেখেছি ধরে এ দুটি চোখে

বলতে পারি না সে কথা মুখে,

ও আমার পায়ে বিধেছে জোড়া কাটা

তুমি দাও গো খোলে দাও

আমি সইতে পারিনা বিষের জ্বালা

কোলে নাও গো তোলে নাও।

ও , এ কাটা প্রেমের কাটা বিধেছে বুকে

মরেছি দুজনে অজানা সুখে।

আমার পায়ে বিধেছে জোড়া কাটা

তুমি দাও গো খোলে দাও

ও আমি সইতে পারিনা বিষের জ্বালা

কোলে নাও গো তোলে নাও,

লা লা লা লা লা লা লা লা লা লা

লা লা লা লা লা লা লা লা লা লা

লা লা লা লা লা লা লা লা লা লা

লা লা লা লা লা লা লা লা লা লা

Altro da Udit Narayn/Purnima

Guarda Tuttologo

Potrebbe piacerti