menu-iconlogo
huatong
huatong
avatar

Ajob-The Trap

Upalhuatong
༆⑅⃝🕊️🇱u200b🆁🅱️🦋Upal🦋🇧🇩huatong
Testi
Registrazioni
চোখের জলে বাধঁলে তারে

যায় কি ভোলা হায়

অচিনপুরের অচিনপাখি উড়াল দিয়া যায়

মাটির দেহ মাটি হবে

মাটির বিছানায়

আরশিনগর কোথায় কেমন

রইল অজানাই

তাই আজব গলির আজব বাড়ি

আজব বাসিন্দা

তাই আজব পাখির আজব খাঁচা

আজব রঙ্গিলা রে

আজব রঙ্গিলা

আমি কেন লালন হইলাম না

আমি কেন যোগী হইলাম না

আমি কেন রবী হইলাম না রে বন্ধু

আমি কেন দুখু হইলাম না

কে বা কারে রাখে মনে দুখের ও দিনে রে হায়

সুখের তরী দিলো পাড়ি বলো ক’জনায়

বিরহেরো অনলেতে পুড়িয়া অন্তর ও রে

হারাইলাম আপন ঠিকানা স্বপ্ন বাসর

তাই জটিল মনের জটিল পাশা

জটিল মন্দিরা

তাই জটিল দেবীর জটিল ভাষা

জটিল রঙ্গিলারে জটিল রঙ্গিলা

চোখের জলে বাধঁলে তাহারে

চোখের জলে বাধঁলে তারে

যায় কি ভোলা হায়

অচিনপুরের অচিনপাখি উড়াল দিয়া যায়

মাটির দেহ মাটি হবে

মাটির বিছানায়

আরশিনগর কোথায় কেমন

রইল অজানাই

তাই আজব গলির আজব বাড়ি

আজব বাসিন্দা

তাই আজব পাখির আজব খাঁচা

আজব রঙ্গিলা রে

আজব রঙ্গিলা

আমি কেন পাথর হইলাম না

আমি কেন গণক হইলাম না

আমি কেন গয়াল হইলাম না রে বন্ধু

আমি কেন বাউল হইলাম না

Altro da Upal

Guarda Tuttologo

Potrebbe piacerti