menu-iconlogo
huatong
huatong
avatar

Sonamon

Upalhuatong
nere01huatong
Testi
Registrazioni
কেন ওপরে তাকালে কেন

বাঁশি নিলে সন্ধের কিনারায়

এখুনি জল ছুয়ে জাগবে

অধরের শ্বাস বারোমাস

সোনামন সোনামন সোনামন

স্বপ্নের সাদা রং

আর কার ঘুমে যায়

বুকে শুয়ে শুরু হয়ছোট্ট তিল

ঠট সোনারুপো খায়

তুলোফুল বোঝে আঙুল

রোগা পথ আপনজন

মরাগাছ কী ছোয়াচ পেয়ে ডাকছে

সোনামন সোনামন সোনামন

কেন এভাবে ভাসালে

কেন একে নিলে সন্ধের কাল ঝিল

এখুনি রেলগাড়ি শিখবে শাখেদের সুর যতদুর

সোনামন সোনামন সোনামন

অকারন নুড়িঘর এলো হরিণের মাস

রোদে রিনরিন খেলনাদিন

মেঘে জানালাবিলাস একা চুপ সুরেলা ধূপ

ছায়াপথ সারাক্ষণ ব্যথাদাগ কী সোহাগ ছুয়ে ডাকছে

সোনামন সোনামন সোনামন

কেন এভাবে তাকালে কেন

বাঁশি নিলে সন্ধের কিনারায়

এখুনি মেঘ ধুয়ে নামবে

কুমারীর ঘ্রাণ দিনমান

সোনামন সোনামন সোনামন

Altro da Upal

Guarda Tuttologo

Potrebbe piacerti