menu-iconlogo
huatong
huatong
avatar

গত এক বছর ধরে ময়না আমার পরের ঘরে

UZZALhuatong
🕊️💝UZZAL💝🅂🄷🄾🄿🄽🄾💝huatong
Testi
Registrazioni
গত এক বছর ধরে,

ময়না আমার পরের ঘরে,

সুখে নাই শুনে আমার

বুকটা যায় ফাটিয়া,,

ময়নার জন্য দিতে পারি

কলিজা কাটিয়া আমার,

ময়না জন্য দিতে পারি

কলিজা কাটিয়া,

গত এক বছর ধরে,

ময়না আমার পরের ঘরে,

সুখে নাই শুনে আমার

বুকটা যায় ফাটিয়া,,

ময়না জন্য দিতে পারি

কলিজা কাটিয়া আমার,

ময়নার জন্য দিতে পারি

কলিজা কাটিয়া,

যারা আমার গান ওসি করবেন আমাকে

ইনভাইট দিবেন আমি জয়েন করবো

গানে লাইক দিবেন

দুঃখ সুখের কথা কইতো

বইসা খুলা মাঠে

সামীর ঘরে এখন বড়

কষ্টেরে দিন কাটে

ময়নার কষ্টে রে দিন কাটে '

দুঃখ সুখের কথা কইতো

বইসা খুলা মাঠে,

স্বামীর ঘরে এখন বড়

কষ্টেরে দিন কাটে,

ময়নার কষ্টেরে দিন কাটে,

ফজরের সময় ওঠে,, রে...

ফজরের সময় উঠে

কলসী লইয়া যায় ঘাটে,

চোখের জল ফেলে পাটায়

মরিচ ও বাটিয়া হারয়ে,

চোখের জল ফেলে পাটায়

মরিচ ও বাটিয়া,

গত এক বছর ধরে,

ময়না আমার পরের ঘরে,

সুখে নাই শুনে আমার

বুকটা যায় ফাটিয়া,

ময়নার জন্য দিতে পারি

কলিজা কাটিয়া আমার

ময়নার জন্য দিতে পারি

কলিজা কাটিয়া,

ময়নার কথা মনে হলেই

ঝরে চোখের পানি,

কত ভালোবাসি তারে

আল্লায় শুধু জানে রে

এক আমি শুধুই জানি,

ময়নার কথা মনে হলেই

ঝরে চোখের পানি,

কত ভালোবাসি তারে

আল্লায় শুধু জানে রে

এক আমি শুধুই জানি,

ময়না আমার পরান মনি...

ময়না আমার পরান মনি,

দেইখা তার ঐ মুখ খানি,

কবরে যাবো আমি

হাঁটিয়া হাঁটিয়া হায় রে

কবরে যাব আমি হাঁটিয়া হাঁটিয়া,

গত এক বছর ধরে,

ময়না আমার পরের ঘরে,

সুখে নাই শুনে আমার

বুকটা যায় ফাটিয়া,,

ময়নার জন্য দিতে পারি

কলিজা কাটিয়া আমার

ময়নার জন্য দিতে পারি

কলিজা কাটিয়া,

গত এক বছর ধরে,

ময়না আমার পরের ঘরে,

সুখে নাই শুনে আমার

বুকটা যায় পাটিয়া,,,

হায়রে,,ময়নার জন্য দিতে পারি

কলিজা কাটিয়া আমার,

ময়নার জন্য দিতে পারি

কলিজা কাটিয়া,

Altro da UZZAL

Guarda Tuttologo

Potrebbe piacerti