menu-iconlogo
huatong
huatong
avatar

Chena Jogot

Vibehuatong
missj491huatong
Testi
Registrazioni
আমার চেতনার যত উদ্ধৃতি

চেনা স্বত্বার কত আকৃতি

সবই আবছা আলেয়ার

অজানা ভাষার আলোর মায়া

চেনা পৃথিবীর ম্লান আলোতে

দেখা স্বপ্নের ছাপ খুঁজি

নীলিমায় হারিয়ে যাই

ব্যর্থতার গ্লানির অট্টহাসি

এত চেনা জগৎ, সকল স্মৃতির পঙক্তিমালা

সবই রয়ে যায় অদেখা

সবই আবছা কাঁচে ঝাপসা আলোর মায়া

অপরিষ্কার এই উদ্দাম মাতাল চেতনা

আপন চিন্তার রহস্যময় আয়নাতে

চিরচেনা যে আমার এই জগত

দাঁড়িয়ে বলে পরিহাসে

আমাকে জানা না জানার ভুল প্রয়াসে

হারাবে মহাকালে

এত চেনা জগৎ, সকল স্মৃতির পঙক্তিমালা

সবই রয়ে যায় অদেখা

সবই আবছা কাঁচে ঝাপসা আলোর মায়ায়

এত চেনা জগৎ, সকল স্মৃতির পঙক্তিমালা

সবই রয়ে যায় অদেখা

সবই আবছা কাঁচে ঝাপসা আলোর মায়া

অপরিষ্কার এই উদ্দাম মাতাল চেতনায়

Altro da Vibe

Guarda Tuttologo

Potrebbe piacerti