menu-iconlogo
huatong
huatong
vikings-obosheshe-cover-image

Obosheshe

Vikingshuatong
mictalb8huatong
Testi
Registrazioni
এলবামে

নয়তোবা কোন ডায়রীতে

পড়ে আছে তোমার শেষ চিঠিটি তুমি লিখেছ

ক্ষমা চাই স্বপ্ন ভাঙায়

বড় নিহস্ব মনে হয়

একা বসে খোলা জানালায় সুদূরে তাকিয়ে

সব শূন্য মনে হয়

প্রশ্ন জাগে, এতদিন পরে. কি করে হয় সবশেষ

সেই চেনা পথের বাঁক, চেনা পথধুলোর রাশি

চেনা মানুষের স্রোত, বৃষ্টি রোদ চেনা সবই

এখনও চেনা উদাস দুপুর, আকাশে মেঘের হাসি

চেনা অবকাশে দুখের উল্লাসে অবাক আমি

শুধু চেনা হাতের লেখায়, কিছু অচেনা কথা ভাসে

সেই প্রিয় হাতের লেখা আজ বড় অচেনা মনে হয়

বড় নিহস্ব মনে হয়

একা বসে খোলা জানালায় সুদূরে তাকিয়ে

সব শূন্য মনে হয়

প্রশ্ন জাগে, এতদিন পরে. কি করে হয় সবশেষ

চেনা রাত্রি জুড়ে জোছনা পেরিয়ে ধুসর স্মৃতি

চেনা উষ্ণ ভোর পাখির আসর চেনা সবই

কখনও সুখস্মৃতিচারণ আজান্তে একটু হাসি

অযথা অভিলাষে অবশেষে একা আমি

সেই প্রিয় হাতের লেখায় কিছু অপ্রিয় কথা ভাসে

সেই চেনা হাতের লেখা আজ বড় অচেনা মনে হয়

এলবামে

নয়তোবা কোন ডায়রীতে

পড়ে আছে তোমার শেষ চিঠিটি তুমি লিখেছ

ক্ষমা চাই স্বপ্ন ভাঙায়

বড় নিহস্ব মনে হয়

একা বসে খোলা জানালায় সুদূরে তাকিয়ে

সব শূন্য মনে হয়

প্রশ্ন জাগে, এতদিন পরে. কি করে হয় সবশেষ।।

Altro da Vikings

Guarda Tuttologo

Potrebbe piacerti