menu-iconlogo
huatong
huatong
warfaze-hariye-tomake-cover-image

Hariye Tomake

Warfazehuatong
spike_16_81huatong
Testi
Registrazioni
রক্তিম আকাশ স্তব্ধ সে খনে

ফিরবে না আর জানিয়ে গেলে

দিন কেটে যায় রুদ্ধ বেদনায়

মন কেঁদে যায় অন্তরালে

তুমি কেঁদেছিলে নিরবে কোন অবহেলায়

আমি বুঝি নি কি শুন্যতা হাসির আড়ালে

হারিয়ে তোমাকে চিনেছি নিজেকে

কত ভালোবাসা হৃদয়ের গহীনে

বেধেছিলে মায়ায় পূর্ন প্রতিক্ষনে

ছিলো না হতাশা আলোকিত জীবনে

শত ভুলে ভাবে মন আজ অনুসুচনায়

তুমি ছাড়া জীবনে... ও ও ও

মনে জাগে কত স্মৃতি আজ নিভৃতে

কত সুখের স্বপন ভেঙ্গে গেছে হেলায়

হারিয়ে তোমাকে চিনেছি নিজেকে

কত ভালোবাসা হৃদয়ের গহীনে

বেধেছিলে মায়ায় পূর্ন প্রতিক্ষনে

ছিলো না হতাশা আলোকিত জীবনে

হারিয়ে তোমাকে চিনেছি নিজেকে

কত ভালোবাসা হৃদয়ের গহীনে

বেধেছিলে মায়ায় পূর্ন প্রতিক্ষনে

ছিলো না হতাশা আলোকিত জীবনে

Altro da Warfaze

Guarda Tuttologo

Potrebbe piacerti