menu-iconlogo
huatong
huatong
avatar

মেঘ বালিকা (YesAbhi)

YesAbhihuatong
YesAbhi143🄾🅆🄽🄴🅁🎉🄼🅆🎉huatong
Testi
Registrazioni
YesAbhi143

Follow Me On StarMaker

YesAbhi143

YesAbhi143

Room 121668 Family 102616

(M) মেঘ বালিকা তুমি দেখতে কেমন?

(F) তোমার ভাবনা যেমন

মায়াবী চোখ, সুভাষিনী ঠোঁট আর কত কি

(M) মেঘ বালিকা তুমি প্রেম করেছো?

(F) সে আবার কি

ও বুঝেছি মোবাইল ফোনে রাত দুপুরে মিষ্টি করে ডাকাডাকি

হ্যাঁ গো কি করছো ইত্যাদি ইত্যাদি

না মশাই এসব থেকে মাফ চাই

(M) মেঘ বালিকা তোমার জাত কি?

তুমি হিন্দু না মুসলমান?

(F) কি জানি গো, সব পুরুষই আমায় নিয়ে স্বপ্ন দেখে

সুযোগ পেলে কাছে ডাকে

সুখ খোঁজে শরীরের ভাঁজে

বুঝবো কী জাত কিসে?

(M) মেঘ বালিকা তুমি বিয়ে কোরবে?

(F) বিয়ে....ওরে বাবা

নিজের অধিকার অন্যকে দেওয়া বিনিময়ে সামান্য পাওয়া

কথায় কথায় যৌতুক চাওয়া না পেলে তাড়িয়ে দেওয়া

আমার বান্ধবীর সবিতা ও একবার করেছিল বিয়ে

যৌতুক না দিতে পেরে

মরেছিল গলায় দড়ি দিয়ে

এযে বড় অভিশাপ

তাই বাবুজি বিয়ে থেকে চাই মাফ্

(M) মেঘ বালিকা এবার কাছে এসে হাতটি ধরো

(F) ও... তোমার চালাকি সব বুঝেছি

এবার তুমি ভালই ভালই কেটে পড়ো

YesAbhi

Altro da YesAbhi

Guarda Tuttologo

Potrebbe piacerti