menu-iconlogo
huatong
huatong
avatar

Jahid Track-কি করে ভুলে থাকবো তোকে( Zubin)

Zubin Nautiyalhuatong
🎼🅹🅰🅷🅸🅳🎙️🔷Blueshuatong
Testi
Registrazioni
Song : Ki Kore Bhule Thakbo Toke

Film :  Tumi Ashbe Bole

Singer : Jubin Nautiyal

Music : Jeet Gannguli

Lyrics : Priyo Chattopadhyay

Background Score : Dolaan Mainnakk

Director : Sujit Mondal

Story & Screenplay : Anshuman Pratyush & Prameet

Cinematographer : Iswar Barik

Editor : Rabiranjan Maitra

Presenter : Nispal Singh

Produced By : Surinder Films Pvt. Ltd

কী করে ভুলে থাকবো তোকে

লিখেছি  তোর নাম এ বুকে,

এ মনে আঁকা স্বপ্নগুলো

সাজাবি কবে ওই দুচোখে?

দিন কাটে সেই আশাতে

রাত যে নামে,

রাত জাগে মন জোনাকি

তোরই প্রেমে,

রাত জাগে মন জোনাকি

তোরই প্রেমে।।

তোর হাসি দেখে আমি

সুখে বানভাসি,

ভালোবাসি বুঝেও কেন

তুই যে উদাসী।

তোকে ছাড়া একা লাগে

এই মন পাড়া,

দিশেহারা পথে আমায়

দেবে কে সাহারা?

কী করে ভুলে থাকবো তোকে

লিখেছি  তোর নাম এ বুকে,

এ মনে আঁকা স্বপ্নগুলো

সাজাবি কবে ওই দুচোখে?

দিন কাটে সেই আশাতে

রাত যে নামে,

রাত জাগে মন জোনাকি

তোরই প্রেমে,

রাত জাগে মন জোনাকি

তোরই প্রেমে।।

:Thanks For Listening:

Altro da Zubin Nautiyal

Guarda Tuttologo

Potrebbe piacerti