menu-iconlogo
huatong
huatong
avatar

তোমায় খুঁজেছি বিলীন_RΞZΛ

অবসকিউরhuatong
____অদৃশ্যhuatong
歌詞
収録
তোমায়

খুঁজেছি বিলীন সে মরুতে

কোথায়

রয়েছো ভুলে এ আমাকে

তারাগুলো দ্বীপ জ্বালে দূর মায়াতে

তোমায়

_______RΞZΛ

পিছু ফেলে আসা কত স্বপ্ন রঙিন

দুখ ছায়া বারে বারে করেছে মলিন

পিছু ফেলে আসা কত স্বপ্ন রঙিন

দুখ ছায়া বারে বারে করেছে মলিন

সুরে সুরে কত কথা গেঁথেছি আমি

ধীরে ধীরে কেটে গ্যাছে কত রজনী

তোমায়

_______RΞZΛ

চোখে চোখে খুঁজি সেই সোনালী ঝলক

মাঝরাতে কেঁদেছি পড়েনি পলক

চোখে চোখে খুঁজি সেই সোনালী ঝলক

মাঝরাতে কেঁদেছি পড়েনি পলক

আধো আলো আধো ছায়া এই তো জীবন

হবে না দ্যাখা জানি আসবে মরণ

তোমায়

খুঁজেছি বিলীন সে মরুতে

কোথায়

রয়েছো ভুলে এ আমাকে

তারাগুলো দ্বীপ জ্বালে দূর মায়াতে

তোমায়

_______RΞZΛ

অবসকিউরの他の作品

総て見るlogo

あなたにおすすめ