মেঘলা দিনে মেঘলা মন
খোঁজে তোমায় সারাক্ষণ
আবীর
ছবি বাজিমাত
শিল্পী অলকা ইয়াগনিক ও মানু
মেঘলা দিনে মেঘলা মন
খোঁজে তোমায় সারাক্ষণ
এসেছে পেখম তুলে
মন হারাবার সেই লগন
রিমঝিম বরষার এ দিনে
ময়ূরী মনের এ কোনে
বাঁজে গো বীনা,আমিতো বিনা
মনেতে তোমার দহন
অঙ্গে ঝরে যায় শ্রাবণ।
মেঘলা দিনে মেঘলা মন,
খোঁজে তোমায় সারাক্ষণ
আবীর
(এ এ এইতো এ)
এইতো আমি আছি তোমার কাছাকাছি
পাবে আমায় খুঁজে অনুভবে
দু'চোখের আড়ালে আমি যে হারালে
হাত বাড়ালেই তুমি আমাকে পাবে
বল তোমায় ছেড়ে কোথায় আমি যাবো
হারিয়ে গেলে তুমি ফিরে কি আর পাবো?
ভালোবাসার আলো ছায়ায়
তোমার মনে বাঁধা এই মন
সারাটি জীবন ও ও ও
আবীর
আ আ আ আ
আমার প্রথম প্রেম জীবনের শেষ প্রেম
গানই আমার প্রেম ভালোবাসা
দু'চোখে অনেক জল ঝরিয়ে তবে আজ
বিজয়ের এই গান গাইতে আসা
হতো না আমার জানি এ গান গাওয়া;
যদি না তোমায় পাশে যেতগো পাওয়া
এই গান আমার নীরব মনের প্রথমকার ভাষা
আমার আশা ভালোবাসা।
মেঘলা দিনে মেঘলা মন
খোঁজে তোমায় সারাক্ষণ।
এসেছে পেখম তুলে
মন হারাবার সেই লগন
রিমঝিম বরষার এ দিনে
ময়ূরী মনের এ কোনে
বাঁজে গো বীনা,আমিতো বিনা
মনেতে তোমার দহন
অঙ্গে ঝরে যায় শ্রাবণ।
লাইক