menu-iconlogo
huatong
huatong
avatar

বধু সেজে অন্যজনের হাতটি ধরে

আসিফhuatong
MdJiaur_star847huatong
歌詞
レコーディング
বধু সেজে অন্যজনের হাতটি ধরে

চলে যায় সে মেনে নিতে পারিনারে

বধু সেজে অন্যজনের হাতটি ধরে

চলে যায় সে মেনে নিতে পারিনারে

তবু দিলাম বিদায় ভালোবাসা মন থেকে বিদায় রে

যায় রে সে যায় রে

যায় রে চলে যায় রে

বধু সেজে অন্যজনের হাতটি ধরে

চলে যায় সে মেনে নিতে পারিনারে

বদলে যাওয়া তোমায় দেখে দুফোঁটা জল এলো এ চোখে হে

কেমন করে ভুলবো স্মৃতি স্মৃতি শুধু পেছনে ডাকে

তবুও দিলাম বিদায় ভালোবাসা মন থেকে বিদায় রে

যায় রে সে যায় রে

যায় রে চলে যায় রে

বধু সেজে অন্যজনের হাতটি ধরে

চলে যায় সে মেনে নিতে পারিনারে

সপ্ন ভাঙার এই লগনে পরাজয়টা নিতে হলো মেনে

অভিযোগের কাঠগড়াতে হবে না যে তোমাকে দাঁড়াতে

তবু দিলাম বিদায় ভালোবাসা মন থেকে বিদায় রে

যায় রে সে যায় রে

যায় রে চলে যায় রে

বধু সেজে অন্যজনের হাতটি ধরে

চলে যায় সে মেনে নিতে পারিনারে

বধু সেজে অন্যজনের হাতটি ধরে

চলে যায় সে মেনে নিতে পারিনারে

তবু দিলাম বিদায় ভালোবাসা মন থেকে বিদায় রে

যায় রে সে যায় রে

যায় রে চলে যায় রে

যায় রে সে যায় রে

যায় রে চলে যায় রে

যায় রে সে যায় রে

যায় রে চলে যায় রে

আসিফの他の作品

総て見るlogo

あなたにおすすめ

বধু সেজে অন্যজনের হাতটি ধরে by আসিফ - 歌詞&カバー